গোয়ালিয়র, 21 নভেম্বর : 1857 সাল, দেশজুড়ে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের (colonial British government) বিরুদ্ধে বিদ্বেষ ক্রমশ বেড়ে চলেছে ৷ তাঁর অনেক সঙ্গীই ব্রিটিশ রাজ শেষ করতে আন্দোলনে নেমেছেন ৷ আর তাঁরা এই সংগ্রামে অংশ নিতে তাঁদের বন্ধুকেও ডাক দিলেন ৷ কিন্তু এই সশস্ত্র পথ তাঁর নয় ৷ যথার্থ সময় এলে অন্য ভাবে ব্রিটিশ-বিরোধী সংগ্রামে অংশ নেবেন, সঙ্গীদের জানালেন অমর চন্দ্র বাঠিয়া (Amar Chandra Banthia) ৷ গোয়ালিয়রের (princely state of Gwalior) মসনদে তখন সিন্ধিয়ারা (Scindia dynasty) ৷ সে রাজ্যের কোষাধ্যক্ষ (treasurer) অমর চন্দ্র ৷
1793 সালে রাজস্থানের বিকানিরে জন্ম (Bikaner of Rajasthan) অমর চন্দ্র বাঠিয়ার ৷ ছোট থেকে ইচ্ছে ছিল দেশের জন্য কিছু করবেন তিনি ৷ তাঁর বাবার পৈতৃক ব্যবসা ছিল ৷ কিন্তু তাতে ক্ষতি হওয়ায় সপরিবার গোয়ালিয়রে চলে আসেন তাঁরা ৷
গোয়ালিয়রের মহারাজ আর্থিক দিক থেকে বিপর্যস্ত পরিবারটিকে আশ্রয় দেন ৷ সেখানে নতুন করে ব্যবসা শুরু করতে বলেন ৷ কঠিন পরিশ্রমের ফল পেতে দেরি হয়নি বাঠিয়া পরিবারের ৷ আর খুব দ্রুত তাঁদের সততার খবর ছড়িয়ে পড়ল গোয়ালিয়রের চুতর্দিকে ৷
আরও পড়ুন : Independence Special : আজও শহিদ ক্ষুদিরামের স্মৃতিতে বুঁদ মুজফ্ফরপুর
অর্থনৈতিক বিষয়ে অমর চন্দ্রের পারদর্শিতা বিকানিরের শাসকদের দৃষ্টি আকর্ষণ করেছিল ৷ জয়াজিরাও সিন্ধিয়া (Jayajirao Scindia) তাঁকে গোয়ালিয়রের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ করলেন ৷ বিকানিরের কোষাধ্যক্ষ হওয়াটা খুব সহজ কাজ ছিল না ৷ কোষাধ্যক্ষ হিসাবে বিকানিরের সব তথ্য গোপন রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তাঁর কাঁধে ৷ যা খুব কম কর্মচারীই জানতেন ৷
যাইহোক, অমর চন্দ্রের জীবনে পরিবর্তন এল ৷ আর দেশকে গৌরবান্বিত করার ইচ্ছেও পূরণ হবে এবার ৷ তিনি এই সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন ৷ 1857, ঝাঁসির রানি লক্ষ্মীবাই (Rani Laxmibai of Jhansi) ব্রিটিশদের সঙ্গে সরাসরি যুদ্ধে নামলেন ৷ ঝাঁসির আশপাশে অবস্থিত যে সব দেশিয় রাজ্যগুলি ব্রিটিশদের সঙ্গে জোট বেঁধেছে (princely states allied with the British near Jhansi), তাদের আক্রমণ করতে শুরু করলেন তিনি ৷ এবার রানি লক্ষ্মীবাই গোয়ালিয়র অধিকার করে ফেললেন ৷ কিন্তু অর্থের অভাবে তাঁর সৈন্যবাহিনী ধুঁকছিল ৷ বেশ কয়েক মাস ধরে সেনারা তাঁদের বেতন পাচ্ছিলেন না ৷ খাবার, জলও সব ফুরিয়ে আসছিল ৷