কলকাতা, 23 জানুয়ারি : বাংলা ছাড়া দেশের স্বাধীনতা অর্জন সম্ভব হত না বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Indias independence) । নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী একথা বলেন। জানান, দেশের স্বাধীনতা সংগ্রামে বাংলার যে আত্মত্যাগ রয়েছে, তার জন্য তিনি গর্বিত।
এদিন কলকাতায় আয়োজিত নেতাজি জন্মজয়ন্তীর এই অনুষ্ঠানে মমতা কেন্দ্রকে একহাত নেন নেতাজি সংক্রান্ত নথি সর্বসমক্ষে না আনার জন্য। তিনি বলেন, "নেতাজি সম্পর্কে আমরা এখনও অনেক কিছুই জানি না। ওরা (কেন্দ্রীয় সরকার) ক্ষমতায় আসার পরই নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তা পালন করেনি। আমরা কিন্তু নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করেছি ।’’
দেশ স্বাধীন হওয়ার আগে এখানে স্বাধীন তাম্রলিপ্ত সরকার গঠনের কথা ঘোষণা করা হয়েছিল ৷ একে বাঙালির পরাক্রম হিসাবে তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী। রবিবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রেড রোডের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "বাংলা না-থাকলে (দেশের) স্বাধীনতা অর্জন করা হত না। আমি এই সত্যে গর্ব অনুভব করি।"