পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Indian Railway : মোদির দেখানো পথে লাভের শিখরে পৌঁছবে রেল, দাবি অশ্বিনী বৈষ্ণব - Railway Minister Ashwini Vaishnaw

বৃহস্পতিবার একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সম্মেলনে অংশগ্রহণ করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন৷ নিজের মন্তব্যের বিস্তারিত ব্যাখ্যাও দেন ৷

within 5-6 years indian rail will highly profitable under pm modi vision says rain miniter aswini vaishnaw
Indian Railway : মোদির দেখানো পথে লাভের শিখরে পৌঁছবে রেল, দাবি অশ্বিনী বৈষ্ণর

By

Published : Nov 11, 2021, 8:59 PM IST

Updated : Nov 12, 2021, 11:37 AM IST

নয়াদিল্লি, 11 নভেম্বর : ভারতীয় রেল সম্পর্কে আশার কথা শোনালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ তাঁর মতে, আগামী পাঁচ-ছ’বছরে রেলকে এমনভাবে বদলে দেওয়া হবে, যাতে তা বেশ লাভদায়ক হবে ৷ তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে রেলে আমূল পরিবর্তন আনা হচ্ছে ৷ আগামী 5-6 বছরে সেই কাজ শেষ হবে ৷ তার পরই রেল আরও লাভের পথে চলতে শুরু করবে ৷

আরও পড়ুন :MPLAD restore : পুনরায় সাংসদ তহবিলে অর্থের জোগান চালু করল কেন্দ্র

একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সম্মেলনে বৃহস্পতিবার অংশগ্রহণ করেন রেলমন্ত্রী ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেছেন ৷ তিনি আরও জানিয়েছেন, এর পর থেকে যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বৃদ্ধি পাবে ৷ কীভাবে রেলের আয় বৃদ্ধি পাবে সেই ব্যাখ্যাও দিয়েছেন মন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, রেলের আয়ের একটা বড় অংশ নির্ভর করে পণ্য পরিবহণের মাধ্যমে ৷ সেই দিকেই পরিকাঠামোর উন্নয়ন করা হচ্ছে ৷ যাতে ছোট ব্যবসায়ীরা অনেক বেশি রেলকে ব্যবহার করে পণ্য পরিবহণ করতে পারেন ৷

তাছাড়া গত সাত বছরে রেলের কোন কোন ক্ষেত্রে উন্নতি হয়েছে, সেটাও এদিন তুলে ধরেন মোদি মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য ৷ তাঁর কথায়, গত সাত বছরে রেলে অনেক উন্নতি হয়েছে ৷ বিশেষ করে ট্রেন সময়মতো চলাচল করছে ৷ স্বচ্ছতা অনেক বেড়েছে ৷ যাত্রীরা ভাল খাবার পাচ্ছেন ৷

আরও পড়ুন :Income of political Parties: কোথা থেকে কোটি কোটি টাকার অনুদান, খোলসা করতে নারাজ আঞ্চলিক দলগুলি

একই সঙ্গে তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী চান, ভারতীয় রেলে অত্যাধুনিক প্রযুক্তির ট্রেন থাকুক ৷ সেই মতো আগামী এপ্রিলে প্রথম দফায় অত্যাধুনিক প্রযুক্তির ট্রেন চলাচল শুরু হবে ৷ দ্বিতীয় দফায় এই ধরনের আরও ট্রেন পাওয়া যাবে আগামী সেপ্টেম্বর-অক্টোবর ৷ তার পর থেকে প্রতিমাসে এই ধরনের 5-6টি নতুন ট্রেনে রেল ব্যবস্থার সঙ্গে সংযুক্ত হবে ৷

Last Updated : Nov 12, 2021, 11:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details