পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Twitterati Demands Kohinoor: রানির প্রয়াণের পরই কোহিনূর দেশে ফেরানোর দাবিতে চর্চা নেটপাড়ায় - রানি দ্বিতীয় এলিজাবেথ

রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) প্রয়াণের পরই কোহিনূর (Kohinoor return to India) দেশে ফেরানোর দাবিতে চর্চা শুরু হল নেটপাড়ায় (Twitterati Demands Kohinoor)৷ টুইটারে এই দাবিতে সরব হয়েছেন নেট নাগরিকরা ৷

With passing away of Queen Elizabeth II, twitterati demands Kohinoor's return to India
রানির প্রয়াণের পরই কোহিনূর দেশে ফেরানোর দাবিতে চর্চা নেটপাড়ায়

By

Published : Sep 9, 2022, 7:25 PM IST

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: প্রয়াত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)৷ আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি দাবিতে সরব হলেন নেট নাগরিকরা (Twitterati Demands Kohinoor)৷ এ বার অন্তত কোহিনূরকে ভারতে ফিরিয়ে আনা হোক ৷ এই দাবিতে টুইটারে দিনভর চর্চা চলেছে ৷

রানি দ্বিতীয় এলিজাবেথের উত্তরাধিকারী তাঁর ছেলে প্রিন্স চার্লস ৷ তাঁর স্ত্রী ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলিয়ার মাথায় বসার কথা 105 ক্যারেটের হিরে সজ্জিত মুকুট ৷ চতুর্দশ শতাব্দীর শুরুর দিকে দক্ষিণ ভারতে পাওয়া গিয়েছিল কোহিনূর হিরে ৷ ব্রিটিশদের হাতে চলে যাওয়া দেশের এই অমূল্য সম্পদের ঐতিহাসিক মালিকানা নিয়ে বিতর্ক বহুদিনের ৷ ভারত ছাড়াও অন্তত তিনটি দেশ কোহিনূরের মালিকানা দাবি করে ৷ রানির প্রয়াণের পর এই মহামূল্যবান হিরে ফিরে পেতে সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে (Kohinoor return to India)৷

একজন টুইটার ইউজার বলিউড ফিল্ম ধুম 2-এর একটি ক্লিপ ব্যবহার করেছেন ৷ সেই ছবিতে একটি দৃশ্যে চলন্ত ট্রেন থেকে একটি হিরে চুরি করেছিলেন হৃত্বিক রোশন ৷ এই ক্লিপ পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, "ব্রিটিশ মিউজিয়াম থেকে আমাদের হিরে-মোতি কোহিনূর ভারতে ফিরিয়ে আনতে গিয়েছেন হৃত্বিক রোশন ৷" অপর এক ইউজার লিখেছেন, "রানি দ্বিতীয় এলিজাবেথ ঔপনিবেশিকতার সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন ৷ এ বার কি আমরা কোহিনুর ফিরিয়ে আনতে পারি ? ঔপনিবেশিক আমলের অবশেষ ছিলেন রানি এলিজাবেথ, এটা মনে রাখতে হবে ৷"

আরও পড়ুন:রানির প্রয়াণে একদিনের রাষ্ট্রীয় শোক পালন ভারতে, ঘোষণা কেন্দ্রের

আশিস রাজ নামে এক টুইটার ইউজার লেখেন, "রানি প্রয়াত হয়েছেন, এটা দুঃখজনক ৷ এ বার কি আমরা কোহিনূর ফিরিয়ে আনার কথা আশা করতে পারি ?" ইংল্যান্ডের তৎকালীন রানির হাতে কোহিনূর হিরে সমর্পণ করেছিলেন লাহোরের মহারাজা ৷ 170 বছর আগে ব্রিটিশদের কাছে তা হস্তান্তর করা হয়নি ৷ একটি তথ্যের অধিকার আইনের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছিল আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ৷

1947 সাল থেকে বহুবার কোহিনূর ফিরিয়ে আনার ব্যাপারে তদ্বির করেছে ভারত সরকার ৷ যদিও তাদের বারবার ফিরিয়ে দিয়েছে ব্রিটিশ প্রশাসন ৷ 2010 সালের জুলাই মাসে ভারত সফরে এসে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, "আপনি যদি একজনকে হ্যাঁ বলেন, তবে আপনি হঠাৎ দেখতে পাবেন ব্রিটিশ মিউজিয়াম খালি হয়ে গিয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details