জেরুজালেম, 31 অক্টোবর: প্যালেস্তাইনের উপর ইজরায়েলের বোমাবর্ষণে প্রাণ হারিয়েছে 3 হাজারেরও বেশি শিশু ৷ এর জেরে অক্টোবরেই 2023-24 সালের শিক্ষাবর্ষ সমাপ্তির ঘোষণা করল গাজার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ৷ এমনটাই সরকারি সূত্র মারফত জানা গিয়েছে । গাজার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে এই খবর ঘোষণা করেছে ৷ তাতে লেখা, "হামলায় আমাদের অনেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ৷ যার কারণে 2023-2024 শিক্ষাবর্ষের সমাপ্তি হয়ে গিয়েছে ।"
রিপোর্ট অনুযায়ী, 7 অক্টোবর ইজরায়েলে হামাসের হামলা এবং প্যালেস্তাইনের উপর ইজরায়েলের পালটা বোমাবর্ষণের পর থেকে গাজায় 3195, পশ্চিম তীরে 33 এবং 29 জন ইজরায়েলী-সহ 3 হাজার 257টিরও বেশি শিশু নিহত হয়েছে । ইজরায়েলের বোমা হামলায় মৃত্যু হয়েছে 7 হাজার 700 জনের ৷ তাদের মধ্যে 40 শতাংশই শিশু ।
রিপোর্ট দাবি করা হয়েছে, গাজায় তিন সপ্তাহে যত শিশুর মৃত্যু হয়েছে সেই সংখ্যা বিশ্বব্যাপী সশস্ত্র হামলায় নিহতদের চেয়ে অনেক বেশি ৷ 20টিরও বেশি দেশে গত এক বছরে হামলায় এত শিশুর মৃত্যু হয়নি । রাষ্ট্রসংঘের সংস্থা ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউএ) শরণার্থীদের জন্য প্যালেস্তাইনে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ৷ এই বলে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে যে ব্যাপারটি এখন লক্ষ লক্ষ মানুষের জীবন ও মরণের বিষয় হয়ে দাঁড়িয়েছে ।