পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Israel-Hamas Conflict: 3200-এর বেশি শিশুর মৃত্যু, সময়ের আগেই গাজায় 2023-24 শিক্ষাবর্ষের সমাপ্তি - Israel Hamas Conflict

Premature end of Academic Year 2023-24 in Gaza: যুদ্ধে তিন সপ্তাহে 3200টিরও বেশি শিশুর মৃত্যু হয়েছে গাজায় ৷ নির্ধারিত সময়ের আগেই 2023-24 শিক্ষাবর্ষ সমাপ্তির ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ৷

Israel Palestine conflict
যুদ্ধে গাজায় শিশু মৃত্যু

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 11:37 AM IST

Updated : Oct 31, 2023, 1:44 PM IST

জেরুজালেম, 31 অক্টোবর: প্যালেস্তাইনের উপর ইজরায়েলের বোমাবর্ষণে প্রাণ হারিয়েছে 3 হাজারেরও বেশি শিশু ৷ এর জেরে অক্টোবরেই 2023-24 সালের শিক্ষাবর্ষ সমাপ্তির ঘোষণা করল গাজার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ৷ এমনটাই সরকারি সূত্র মারফত জানা গিয়েছে । গাজার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে এই খবর ঘোষণা করেছে ৷ তাতে লেখা, "হামলায় আমাদের অনেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ৷ যার কারণে 2023-2024 শিক্ষাবর্ষের সমাপ্তি হয়ে গিয়েছে ।"

রিপোর্ট অনুযায়ী, 7 অক্টোবর ইজরায়েলে হামাসের হামলা এবং প্যালেস্তাইনের উপর ইজরায়েলের পালটা বোমাবর্ষণের পর থেকে গাজায় 3195, পশ্চিম তীরে 33 এবং 29 জন ইজরায়েলী-সহ 3 হাজার 257টিরও বেশি শিশু নিহত হয়েছে । ইজরায়েলের বোমা হামলায় মৃত্যু হয়েছে 7 হাজার 700 জনের ৷ তাদের মধ্যে 40 শতাংশই শিশু ।

রিপোর্ট দাবি করা হয়েছে, গাজায় তিন সপ্তাহে যত শিশুর মৃত্যু হয়েছে সেই সংখ্যা বিশ্বব্যাপী সশস্ত্র হামলায় নিহতদের চেয়ে অনেক বেশি ৷ 20টিরও বেশি দেশে গত এক বছরে হামলায় এত শিশুর মৃত্যু হয়নি । রাষ্ট্রসংঘের সংস্থা ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউএ) শরণার্থীদের জন্য প্যালেস্তাইনে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ৷ এই বলে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে যে ব্যাপারটি এখন লক্ষ লক্ষ মানুষের জীবন ও মরণের বিষয় হয়ে দাঁড়িয়েছে ।

আরও পড়ুন:গাজায় নাগরিক শৃঙ্খলা ক্রমে ভেঙে পড়ছে, উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ

ইউএনআরডব্লিউএ প্যালেস্তাইনিদের কঠোর শাস্তি দেওয়ার জন্য এবং দেশের সাধারণ নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার জন্য ইজরায়েলকে অভিযুক্ত করেছে । ইউএনআরডব্লিউএ'র প্রধান ফিলিপ লাজারিনি সোমবার রাষ্ট্রসংঘের জরুরি বৈঠকে বক্তৃতা দিয়েছিলেন ৷ সেখানে তিনি বলেছেন, খাদ্য ও অন্যান্য সাহায্যের সন্ধানে প্যালেস্তাইনিরা সংস্থার গুদাম লুট করে ৷ এর ফলে নাগরিক শৃঙ্খলা ভাঙা হয়েছে ৷ এটিকে রোখা সম্ভব না হলে পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠবে । তবে গাজায় রাষ্ট্রসংঘের বৃহত্তম সংস্থা তার কাজ চালিয়ে যাবে।"

(তথ্যসূত্র:সেভ দ্য চিলড্রেন )

Last Updated : Oct 31, 2023, 1:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details