পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের একদিনে দেশে কোরোনা আক্রান্ত 45 হাজারের বেশি, বাড়ল মৃত্যুও - কোরোনা

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 45 হাজার 576 জন । মৃত্যু হয়েছে 585 জনের ৷

COVID-19
COVID-19

By

Published : Nov 19, 2020, 10:11 AM IST

Updated : Nov 19, 2020, 10:21 AM IST

দিল্লি, 19 নভেম্বর : কয়েকদিন টানা কমার পর ফের অনেকটাই বাড়ল দেশের কোরোনার সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 45 হাজার 576 জন । গতকাল এই সংখ্যাটা ছিল 38 হাজার 617 । এই নিয়ে দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল 89 লাখ 58 হাজার 484 ৷

সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে 4 লাখ 43 হাজার 303 জন ৷ বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা ৷ বেড়েছে সুস্থের সংখ্যাও । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 585 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 474 ৷ এনিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 1 লাখ 31 হাজার 578 ৷ গত 24 ঘণ্টায় 48 হাজার 493 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৷ সুস্থ হয়ে এখনও পর্যন্ত বাড়ি ফিরেছে 83 লাখ 83 হাজার 603 জন ৷

দেশের মধ্যে আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে ক্রমাগত বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ মোট 17 লাখ 57 হাজার 520 জন আক্রান্ত হয়েছে ৷ সুস্থ হয়েছে মোট 16 লাখ 30 হাজার 111 জন ৷ এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ ৷ কর্নাটকে মোট আক্রান্ত 8 লাখ 65 হাজার 931 জন ৷ যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত 8 লাখ 57 হাজার 395 জন ৷

Last Updated : Nov 19, 2020, 10:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details