পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

15 মার্চের পর দিল্লিতে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, নতুন আক্রান্ত 414

দিল্লির জন্য সুখবর ৷ 15 মার্চের পর সর্বনিম্ন হল করোনার দৈনিক সংক্রমণ ৷ শেষ 24 ঘণ্টায় 414 জন কোভিড রোগীর খোঁজ মিলেছে রাজধানীতে ৷ এর জেরে শনিবার দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে 0.53 শতাংশ ৷

By

Published : Jun 5, 2021, 7:37 PM IST

With 414 new Covid-19 cases, Delhi records lowest daily count after March 15
15 মার্চের পর দিল্লিতে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, নতুন আক্রান্ত 414

নয়াদিল্লি, 5 জুন :করোনা আবহে স্বস্তি ফিরল রাজধানীতে ৷ মার্চের 15 তারিখের পর সর্বনিম্ন দৈনিক সংক্রমণের সাক্ষী থাকল দিল্লি ৷ তথ্য বলছে, শেষ 24 ঘণ্টায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা থেকেছে 500 জনের নীচে ৷ নতুন করে মাত্র 414 জন কোভিড রোগীর খোঁজ মিলেছে পরীক্ষায় ৷ এর ফলে আপাতত দিল্লিতে সক্রিয় করোনা রোগীর সংখ্য়া হল 6 হাজার 731 ৷

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এর আগে চলতি বছরের 15 মার্চ দিল্লিতে সর্বনিম্ন ছিল দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ৷ সেদিন নতুন রোগীর সংখ্য়া ছিল 368 ৷ তারপর থেকে লাগাতার বাড়তে থাকে দৈনিক সংক্রমণের হার ৷ শনিবার অবশ্য সেই হার কমে দাঁড়ায় 0.53 শতাংশে ৷ যা দেখে কিছু হলেও স্বস্তি ফিরেছে সব মহলে ৷ এর আগে চলতি বছরেরই 10 মার্চ সর্বনিম্ন দৈনিক সংক্রমণের হার নথিভুক্ত করা হয়েছিল ৷ পরিমাণটা ছিল 0.52 শতাংশ ৷

প্রসঙ্গত, এখনও পর্যন্ত দেশের রাজধানীতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট 14 লাখ 28 হাজার 863 জন ৷ তবে গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যু ঠেকানো যায়নি ৷ প্রাণ গিয়েছে 60 জন কোভিড রোগীর ৷ যার জেরে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 24 হাজার 557 ৷ চিন্তার বিষয় হল, দৈনিক সংক্রমণ কমলেও বেড়েছে করোনায় মৃত্য়ুর হার ৷ এদিন তা ছিল 1.72 শতাংশ ৷

আরও পড়ুন :দিল্লিতে খুলছে বাজার, চালু হচ্ছে মেট্রো রেল পরিষেবা

সরকারি সূত্রে জানা গিয়েছে, শুক্র ও শনিবারের মধ্যে দিল্লিতে করোনা পরীক্ষার জন্য 77 হাজার 694 জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত এই সংখ্যাটা হল 1 কোটি 96 লাখ 81 হাজার 458 ৷ আর শেষ 24 ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন 1 হাজার 683 জন ৷

ABOUT THE AUTHOR

...view details