নয়াদিল্লি, 18 এপ্রিল: যত দিন যাচ্ছে ততই দেশে হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ৷ এ বার নয়া রেকর্ড সৃষ্টি করে সর্বাধিক উচ্চতায় পৌঁছল কোভিড 19-এর দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 2.61 লক্ষেরও বেশি মানুষ ৷ করোনায় প্রাণ গিয়েছে আরও দেড় হাজারেরও বেশি মানুষের ৷ এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের ৷
করোনার সর্বাধিক ভয়ংকরতম দিনের সাক্ষী থাকল দেশ ৷ দৈনিক সংক্রমণ পৌঁছে গেল 2,61,500-তে ৷ এর ফলে মোট সংক্রমিতের সংখ্যা হয়েছে 1,47,88,109 ৷ গত 24 ঘণ্টায় করোনার কবলে পড়ে প্রাণ গিয়েছে 1,501 জনের ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,77,150 ৷ দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 18,01,316 ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 1,28,09,643 জন ৷