পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TMC again skips Opposition meeting: কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখে বিরোধীদের দ্বিতীয় বৈঠকেও নেই তৃণমূল

কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখে সংসদে শীতকালীন অধিবেশন (Winter session of parliament) চলাকালীন বিরোধীদের দ্বিতীয় বৈঠকেও অনুপস্থিত থাকল তৃণমূল কংগ্রেস (TMC again skips Opposition meeting)৷

Winter session of parliament: TMC skips Opposition meeting for second consecutive day
কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখে বিরোধীদের দ্বিতীয় বৈঠকেও নেই তৃণমূল

By

Published : Nov 30, 2021, 3:20 PM IST

নয়াদিল্লি, 30 নভেম্বর: কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখেই ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ সংসদের শীতকালীন অধিবেশন (Winter session of parliament) চলাকালীন কংগ্রেসের ডাকা বিরোধী দলগুলির বৈঠকের দ্বিতীয় দিনও গরহাজির (TMC again skips Opposition meeting) থাকল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ কংগ্রেস, শিবসেনা, আম আদমি পার্টি-সহ 16টি দল আজ বৈঠকে যোগ দেয় ৷ ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও (Rahul Gandhi in Opposition Meeting)৷

সোমবার শীতকালীন অধিবেশন শুরুর দিনেই কোনও আলোচনা ছাড়া কৃষি আইন প্রত্যাহার বিল পাশ ও রাজ্যসভার 12 জন সাংসদকে বরখাস্তের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে সংসদের উভয় কক্ষ ৷ সরকার সংসদ নিষ্ক্রিয় করে রাখতে চায় বলে অভিযোগ করে বিরোধীরা ৷ পরবর্তী রণকৌশল ঠিক করতে মঙ্গলবার সংসদ ভবনে ফের বিরোধী দলগুলির বৈঠক ডাকেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)৷ সেই বৈঠকে হাজির হন ডিএমকে, এনসিপি, সিপিএম, সিপিআই, আরজেডি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, এমডিএমকে, এলজেডি, ন্যাশনাল কনফারেন্স, আরএসপি, টিআরএস. কেরালা কংগ্রেস ও ভিসিকের সাংসদরা ৷ তবে ছিল না তৃণমূল ৷

সোমবার শীতকালীন অধিবেশন শুরুর আগেও বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ডাকে বৈঠক করে বিরোধী দলগুলি ৷ তবে সেই বৈঠকেও হাজির ছিল না তৃণমূল কংগ্রেস ৷ খাড়গে জানিয়েছিলেন, নিজেদের দলের বৈঠক থাকায় উপস্থিত থাকতে পারছে না তৃণমূল ৷ তবে টানা দু'দিন বিরোধীদের বৈঠকে তৃণমূলের অনুপস্থিতিতে রাজনৈতিক বিশেষজ্ঞরা একপ্রকার নিশ্চিত যে, কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে তৃণমূল ৷

আরও পড়ুন:TMC skips opposition meet : শীতকালীন অধিবেশনের আগে বিরোধী ঐক্যে চিড়, কংগ্রেসের ডাকা বৈঠকে নেই তৃণমূল-পাওয়ার

তৃণমূল কংগ্রেসের তরফে কংগ্রেসকে বাদ দিয়েই বিভিন্ন রাজ্যে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা শুরু হয়েছে ৷ সম্প্রতি বেশ কয়েকজন কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দেওয়ার পর দুই দলের সম্পর্ক ধাক্কা খায় ৷ মেঘালয়ে 12 জন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ায় অভূতপূর্ব ভাবে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে তৃণমূলই এখন প্রধান বিরোধী দল ৷ দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কারণ জানতে চাইলে তিনি বলেন, "দিল্লি এলেই তাঁর সঙ্গে দেখা করতে হবে তার কোনও বাধ্যবাধকতা রয়েছে ?" কংগ্রেসের সঙ্গে ফাটলটা স্পষ্ট হয়েছিল তখনই ৷ যত দিন যাচ্ছে এই ফাটল আরও প্রকট হচ্ছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷

আরও পড়ুন:Kapil Sibal on Suspension of 12 MPs: সরকার সংসদকে নিষ্ক্রিয় রাখতে চায়, 12 সাংসদ বরখাস্তে তোপ সিবালের

ABOUT THE AUTHOR

...view details