পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Opposition Walk Out of LokSabha : 12 সাংসদকে বহিষ্কারের প্রতিবাদ, লোকসভায় ওয়াক আউট বিরোধীদের

রাজ্যসভার 12 সাংসদকে বহিষ্কারের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল লোকসভার অধিবেশেন (Opposition Protests Against Twelve MPs Suspension) ৷ সরকারের বাহুবলী নীতি বলে কেন্দ্রকে নিশানা করলেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী ৷ প্রতিবাদে লোকসভার অধিবেশন থেকে ওয়াক-আউট করে যান বিরোধী সাংসদরা (Opposition Walks Out of Loksabha) ৷

Winter Session of Parliament
বেলা 2টো পর্যন্ত মুলতবি লোকসভার অধিবেশন

By

Published : Nov 30, 2021, 11:36 AM IST

Updated : Nov 30, 2021, 4:14 PM IST

নয়াদিল্লি, 30 নভেম্বর : গত বাদল অধিবেশনের সময় রাজ্য়সভায় দুর্ব্যবহার এবং হিংসাত্মক আচরণের অভিযোগে 12 জন সাংসদকে বহিষ্কার করেছিলেন ডেপুটি চেয়ারম্যান ৷ সেই রেশ এখনও বজায় রয়েছে ৷ আরতার জেরেই গতকাল ওই 12 জন সাংসদকে চলতি শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য বহিষ্কার করা হয়েছে ৷ তারই প্রতিবাদে উত্তাল হয়ে উঠল সংসদের শীতকালীন অধিবেশনের (Winter Session of Parliament) দ্বিতীয়দিন ৷ এ দিন লোকসভার অধিবেশন শুরু হতেই ইস্যুটি নিয়ে হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা ৷ দ্রুত বহিষ্কৃত 12 জন সাসংদকে ফেরানোর দাবি তোলে কংগ্রেস, ডিএমকে, শিবসেনা সহ সকল বিরোধী দলগুলি ৷ আর জেরে অধিবেশন সাময়িকভাবে মুলতবি করে দেন অধ্য়ক্ষ ৷

প্রতিবাদে এ দিন লোকসভা থেকে ওয়াক আউট (Opposition Walks Out of Loksabha) করেন বিরোধী সাংসদরা ৷ সংসদের বাইরে গান্ধি মূর্তির পাদদেশে এর বিরুদ্ধে প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিরোধীরা (Opposition Protests Against Twelve MPs Suspension) ৷ লোকসভা থেকে ওয়াক আউটের পর লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী জানান, রাজ্যসভার বিরোধী 12 জন সাংসদকে বহিষ্কারের প্রতিবাদে এবং তাঁদের সমর্থনে আমরা লোকসভা থেকে ওয়াক আউট করলাম ৷ বর্তমান শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কারের বিষয়টি পূর্ববর্তী ঘটনার প্রভাব ৷ কেন সেক্ষেত্রে ক্ষমা চাওয়া হবে ?’’

আরও পড়ুন : Opposition Walk Out Rajya Sabha: 12 সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্ত বহাল, রাজ্যসভায় ওয়াক-আউট বিরোধীদের

এ নিয়ে কেন্দ্রকে নিশানা করে অধীর চৌধুরী বলেন, ‘‘সংখ্যাগুরুর বাহুবলী নীতি গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক ৷’’ বিরোধীদের বৈঠকে অংশ না নিলেও, এ দিন লোকসভা এবং রাজ্যসভা থেকে বাকিদের সঙ্গেই ওয়াক আউট করে যান তৃণমূল সাংসদরা ৷ এমনকি গান্ধি মূর্তির পাদদেশে অন্যান্য বিরোধী দলের সঙ্গেই প্রতিবাদে সামিল হন তৃণমূল সাংসদরা ৷ সেখানেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমূল হক বলেন, ‘‘আমরা সাংসদের বহিষ্কারের বিরুদ্ধে ৷ আমরা বিরোধী দলগুলির সঙ্গে একসঙ্গে দাঁড়িয়েছি ৷ তবে, আমরা নিজেদের পথে চলব ৷’’

আরও পড়ুন : Kapil Sibal on Suspension of 12 MPs: সরকার সংসদকে নিষ্ক্রিয় রাখতে চায়, 12 সাংসদ বরখাস্তে তোপ সিবালের

গত বাদল অধিবেশনের সময় কৃষি আইন প্রত্যাহার এবং জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যসভায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করেন রাজ্যসভার বিরোধী সাংসদরা ৷ যেখানে তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী দলের সাংসদরা ছিলেন ৷ সংসদকে অশান্ত এবং আতঙ্কিত করার অভিযোগে 12 জন সাংসদকে বাদল অধিবেশন থেকে পুরোপুরি বহিষ্কার করা হয় ৷ কিন্তু, শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর, গতকাল ফের ওই সাংসদদের সম্পূর্ণ শীতকালীন অধিবেশনের জন্য বহিষ্কার করেছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ৷ আর সেই ইস্যুতেই এবার লোকসভা ও রাজ্যসভায় প্রতিবাদ শুরু করেছে বিরোধীরা ৷

Last Updated : Nov 30, 2021, 4:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details