নয়াদিল্লি, 30 নভেম্বর : গত বাদল অধিবেশনের সময় রাজ্য়সভায় দুর্ব্যবহার এবং হিংসাত্মক আচরণের অভিযোগে 12 জন সাংসদকে বহিষ্কার করেছিলেন ডেপুটি চেয়ারম্যান ৷ সেই রেশ এখনও বজায় রয়েছে ৷ আরতার জেরেই গতকাল ওই 12 জন সাংসদকে চলতি শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য বহিষ্কার করা হয়েছে ৷ তারই প্রতিবাদে উত্তাল হয়ে উঠল সংসদের শীতকালীন অধিবেশনের (Winter Session of Parliament) দ্বিতীয়দিন ৷ এ দিন লোকসভার অধিবেশন শুরু হতেই ইস্যুটি নিয়ে হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা ৷ দ্রুত বহিষ্কৃত 12 জন সাসংদকে ফেরানোর দাবি তোলে কংগ্রেস, ডিএমকে, শিবসেনা সহ সকল বিরোধী দলগুলি ৷ আর জেরে অধিবেশন সাময়িকভাবে মুলতবি করে দেন অধ্য়ক্ষ ৷
প্রতিবাদে এ দিন লোকসভা থেকে ওয়াক আউট (Opposition Walks Out of Loksabha) করেন বিরোধী সাংসদরা ৷ সংসদের বাইরে গান্ধি মূর্তির পাদদেশে এর বিরুদ্ধে প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিরোধীরা (Opposition Protests Against Twelve MPs Suspension) ৷ লোকসভা থেকে ওয়াক আউটের পর লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী জানান, রাজ্যসভার বিরোধী 12 জন সাংসদকে বহিষ্কারের প্রতিবাদে এবং তাঁদের সমর্থনে আমরা লোকসভা থেকে ওয়াক আউট করলাম ৷ বর্তমান শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কারের বিষয়টি পূর্ববর্তী ঘটনার প্রভাব ৷ কেন সেক্ষেত্রে ক্ষমা চাওয়া হবে ?’’
আরও পড়ুন : Opposition Walk Out Rajya Sabha: 12 সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্ত বহাল, রাজ্যসভায় ওয়াক-আউট বিরোধীদের