হায়দরাবাদ, 17 ডিসেম্বর: রামোজি ফিল্ম সিটিতে শুরু হয়ে গিয়েছে শীতকালীন উৎসব উদযাপন ৷ ইতিমধ্যেই প্রচুর পর্যটকরা সেখানে ভিড় জমাতে শুরু করেছেন ৷ শুক্রবার থেকে শুরু হয়েছে রামোজি উইন্টার ফেস্ট ৷ শনিবার ফিল্মসিটিতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় । সকাল ন'টা থেকে রাত ন'টা পর্যন্ত পর্যটকরা ফিল্মসিটি পরিদর্শন করেন এবং বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করেন ।
কার্নিভাল প্যারেড এবং সান্ধ্যকালীন বৈদ্যুতিক আলোয় ঝলমল করে ওঠে ফিল্ম সিটির সৌন্দর্য । ভারতীয় সিনেমার 110তম বার্ষিকীর থিমে তৈরি বিশেষ নৃত্য পরিবেশনা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন পর্যটকরা ৷ সুন্দর বাগান, মুভি সেট, বাচ্চাদের জন্য রাইডস, ইউরেকা শপিং, স্টান্ট শো...এমনই নানা পসরায় ফিল্ম সিটিতে ভ্রমণের সঙ্গে সঙ্গে পর্যটকরা মধুর স্মৃতি তৈরি করতে সক্ষম হয়েছেন ।
উইন্টার ফেস্ট নিয়ে উন্মাদনা রামোজি উইন্টার ফেস্ট হল একটি মজাদার কার্নিভাল প্যারেড যা পর্যটকদের আনন্দে উদ্বেলিত করে ৷ জমকালো ফিল্মসিটি রুটে একটি কার্নিভাল প্যারেডে প্রবেশ করলে নিজেকে একজন রাজা বলে মনে হবে...আকর্ষণীয় দর্শনস্থান, শিল্পীদের পারফরম্যান্স, স্টিল্ট ওয়াকার, জাগলারদের কেরামতি এবং মোবাইল ডিজে বিট আনন্দের রেশ আরও বাড়িয়ে দেবে ৷ শীতের সন্ধ্যায়, পর্যটকরা বিশেষ উদযাপনের সঙ্গে লাইভ ডিজে পারফরম্যান্সের মধ্যে একটি দুর্দান্ত ভোজ উপভোগ করে।
উইন্টার ফেস্টে বিশেষ অনুষ্ঠান আপনিও রামোজি উইন্টার ফেস্ট উদযাপনে অংশগ্রহণ করতে পারেন ৷ এই উৎসব সামনের বছর 28 জানুয়ারি পর্যন্ত চলবে এবং এই সময়ের মধ্যে প্রিয় স্মৃতি ফিরিয়ে আনতে পারেন । উদযাপনের সময় যাঁরা ফিল্মসিটি হোটেলে থাকতে এবং উৎসব উপভোগ করতে চান তাঁদের জন্য বিশেষ থাকার প্যাকেজ রয়েছে এবং যাঁরা শীতকালীন উৎসবে অংশগ্রহণ করতে চান, তাঁদের জন্যও রয়েছে বিভিন্ন বিশেষ প্যাকেজ । আপনার জন্য সবচেয়ে উপযুক্ত প্যাকেজটি বেছে নেওয়ার এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে রামোজি উইন্টার ফেস্ট উদযাপনে যোগদান করার এখনই সেরা সময় । তাই আর দেরি করবেন না ৷
আরও পড়ুন:
- রামোজি ফিল্ম সিটিতে চলছে 110তম ভারতীয় চলচ্চিত্র উৎসব, রয়েছে নানা চমক
- রামোজি ফিল্ম সিটিতে অক্ষয় কুমার, শুরু করবেন ‘সিংঘম এগেইন’ ছবির শুটিং
- রামোজি ফিল্ম সিটিতে এল আইসিসি বিশ্বকাপের ট্রফি