পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নিজের বুথে জিতে দেখান, না পারলে সরে যান, বার্তা তৃণমূল নেতার - রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী

সামনে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই দলীয় নেতাদের উদ্যোগ নিতে হবে। যে পারবে না সে যেন জানিয়ে দেয়।দল নতুন মুখ খুঁজে নেবে। স্থানীয় নেতাদের কড়া বার্তা মন্ত্রীর ৷

বর্ধমান
বর্ধমান

By

Published : Oct 5, 2020, 9:06 PM IST

Updated : Aug 30, 2022, 1:06 PM IST

পূর্বস্থলী, 5 অক্টোবর : "নিজের বুথে জিতে দেখান । যদি না পারেন তাহলে সরে যান ৷ কোনও আপস করা হবে না । বুথে জেতাতে পারলে পদ থাকবে না হলে পদে থাকার দরকার নেই । নতুন লোক খুঁজে নেওয়া হবে।" পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মী সম্মেলনে স্থানীয় নেতাদের উদ্দেশে এই বার্তা দিলেন তৃণমূল নেতা স্বপন দেবনাথ ৷

আজ পঞ্চায়েত, জেলা পরিষদের সদস্য, বুথ সভপতিদের নিয়ে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মী সম্মেলনের আয়োজন করা হয় তৃণমূলের তরফে ৷ ওই বৈঠকেই উপস্থিত ছিলেন স্বপন দেবনাথ ৷ ওই বৈঠক থেকেই দলীয় বুথস্তরের নেতাদের বার্তা দেওয়া হয় ৷ স্বপন দেবনাথ বলেন, "নিজের নিজের বুথে জিতে দেখাতে হবে। উন্নয়নের পরিসংখ্যান নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যেতে হবে।"

এরপরই দলীয় নেতাদের কাছে পরিসংখ্যান জানতে চান মন্ত্রী ৷ কিন্তু বেশিরভাগ নেতাই সঠিক উত্তর দিতে না পারায় তিনি বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, "সামনে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই দলীয় নেতাদের উদ্যোগ নিতে হবে । যে পারবে না সে যেন জানিয়ে দেয় ।দল নতুন মুখ খুঁজে নেবে।"

Last Updated : Aug 30, 2022, 1:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details