পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

G20 Summit in Delhi: ভারত থেকে মধ্য প্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত নয়া অর্থনৈতিক করিডর, চিনকে বার্তা দিচ্ছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র? - G20 Summit

ভারত থেকে মধ্য প্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত নয়া অর্থনৈতিক করিডরের ঘোষণা হয়েছে শনিবার জি20 সম্মেলনের ফাঁক ৷ এটা কী চিনকে বার্তা দেওয়ার চেষ্টা ? লিখলেন ইটিভি ভারতের অরুণিম ভুঁইয়া ৷

ETV BHarat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 11:02 PM IST

Updated : Sep 10, 2023, 7:08 PM IST

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: জি20 সম্মেলনের ফাঁকেই শনিবার নয়াদিল্লিতে ঘোষণা করা হয়েছে নয়া আন্তর্জাতিক প্রকল্পের ৷ ভারত থেকে মধ্য প্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত তৈরি হতে চলেছে নয়া অর্থনৈতিক করিডর ৷ মেগা এই আর্থিক করিডর প্রকল্পের লক্ষ্য সমুদ্র পথে জাহাজ চলাচল ও স্থলভাগে রেল চলাচলের মাধ্যমে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়াকে যুক্ত করা ৷ এই আন্তর্জাতিক প্রকল্পে ভারতের সঙ্গী হয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, ইটালি, জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র ৷ শনিবার এই প্রকল্পের বিষয়ে সমঝোতা হয়েছে এই দেশগুলির মধ্যে, এক যৌথ সম্মেলনে এই প্রকল্পের ঘোষণা করেছেন সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্র প্রধানরা ৷

মনে করা হচ্ছে চিনের বহু আলোচিত দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) বা ওবর (ওয়ান বেল্ট অ্যান্ড রোড) প্রকল্পের পালটা এই আন্তর্জাতিক প্রকল্প গড়ে তোলার ঘোষণা করা হল ৷ যার নেপথ্যে মূল ভূমিকা পালন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত ৷ উল্লেখ্য, চিনের ওই আন্তর্জাতিক পরিকাঠামো প্রকল্পের সহযোগি রাশিয়া ও পাকিস্তানও ৷ বিশ্বের প্রায় 150টি দেশ ও আন্তর্জাতিক সংগঠন এই প্রকল্পের সঙ্গে যুক্ত ৷ 2013 সালে চিন এই আন্তঃ মহাদেশীয় প্রকল্পটির ঘোষণা করে ৷ যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত এই প্রকল্পে যোগ দেয়নি ৷ ইটালিও চিনের এই প্রকল্প থেকে সরে আসতে পারে বলে জল্পনা ৷

মনে করা হচ্ছে, শনিবার ভারত থেকে মধ্য প্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত যে আর্থিক করিডর প্রকল্পের ঘোষণা করা হয়েছে তা ভারতের কূটনৈতিক সাফল্যগুলির মধ্যে অন্যতম ৷ বিষয়টি নিয়ে এদিন সমঝোতা ঘোষণা হয়ে যাওয়ায় তা ভারতের পক্ষে যথেষ্ট খুশির খবর ৷ সূত্রের খবর, মধ্য প্রাচ্যের দেশগুলিতে চিনের ক্রমবর্ধমান প্রভাব রুখতে এই প্রকল্পে জোর দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ এই প্রকল্প সম্পর্কে হোয়াইট হাউসের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার জন ফিনার জানিয়েছেন, এই প্রকল্প এই অঞ্চলের মধ্যম আয়ের দেশগুলিকে সাহায্য করবে এবং আন্তকর্জাতিক ব্যবসার ক্ষেত্রে মধ্য প্রাচ্যকে এক উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যাবে ৷

আরও পড়ুন: ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডরের ঘোষণা জি20'র মঞ্চে, স্বপ্নের প্রকল্প বললেন মোদি

অন্যদিকে, পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে চিনের এই প্রকল্প তৈরি হওয়ায় শুরু থেকেই এই প্রকল্পের বিরোধিতা করে আসছিল ভারত ৷ ভূ-কৌশলগত রাজনীতিতে চিনকে পালটা চাপে রাখতে ভারতও চাইছিল এইরকম একটি আন্তর্জাতিক প্রকল্পের সঙ্গে যুক্ত হতে ৷ উল্লেখ্য, ইতিমধ্যেই নির্মীয়মাণ ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডর (INSTC) প্রকল্পের অংশীদার ভারত ৷ প্রায় 7 হাজার 200 কিমি দীর্ঘ এই বহুমাত্রিক পরিকাঠামো প্রকল্পে থাকছে জাহাজ, রেল ও সড়ক পথ ৷ এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে ভারত, ইরান, আজারবাইজান, রাশিয়া, মধ্য এশিয়া ও ইউরোপ ৷ মূলত ভারত থেকে ইরান-আজারবাইজান-রাশিয়া হয়ে ইউরোপের সঙ্গে যোগাযোগ স্থাপনকে মাথায় রেখেই এই প্রকল্প গড়ে তোলা হচ্ছে ৷ এবার এর পাশাপাশি গড়ে উঠতে চলেছে ভারত থেকে মধ্য প্রাচ্য হয়ে ইউরোপ নয়া অর্থনাতিক করিডর (IMEE EC) ৷ এখন দেখার চিন এই আন্তর্জাতিক প্রকল্প নিয়ে কী প্রতিক্রিয়া দেয় ৷

Last Updated : Sep 10, 2023, 7:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details