কলকাতা, 1 অক্টোবর : মহারাজা কি ঘরে ফিরবে ? নিশ্চিত হয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে না ৷ কারণ, সরকারি তরফে প্রকাশ্যে এই নিয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি ৷ বরং শুক্রবার সকাল থেকে যে জল্পনা চলছিল, তা খারিজ করে দেওয়া হয়েছে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ঋণের ভারে জর্জরিত সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের প্রক্রিয়া কয়েক বছর আগেই শুরু করেছে কেন্দ্রীয় সরকার ৷ সম্প্রতি স্পাইস জেট ও টাটা সন্স এয়ার ইন্ডিয়া কেনার জন্য দরপত্র জমা দেয় ৷
আরও পড়ুন :Air India : ঋণগ্রস্ত এয়ার ইন্ডিয়ার দায়ভার নিল টাটা গোষ্ঠী
শুক্রবার সকালে খবর ছড়ায় যে এয়ার ইন্ডিয়া বিক্রির সিদ্ধান্তে সিলমোহর বসিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এবার সরকারি এই বিমান সংস্থার মালিকানা যেতে চলেছে টাটা সন্সের হাতে ৷
তার পরই হইচই পড়ে যায় সর্বত্র ৷ কারণ, এটা হলে ওই সংস্থার ঘরে ফেরা সম্ভব হত ৷ কেন টাটার হাতে এয়ার ইন্ডিয়ার যাওয়াকে ঘরে ফেরা বলা হচ্ছে ? কারণ, আজকের এয়ার ইন্ডিয়া তৈরিই হয়েছিল টাটা গোষ্ঠীর হাত ধরে ৷ শুরুতে অবশ্য নাম ছিল টাটা এয়ার সার্ভিসেস ৷ পরে তা হয় টাটা এয়ারলাইন্স ৷ 1953 সালে কেন্দ্রীয় সরকার এই সংস্থাকে অধিগ্রহণ করে ৷
আরও পড়ুন :Air India : 68 বছর পর জন্মদাতা টাটা গোষ্ঠীর কাছে ফেরার অপেক্ষায় মহারাজা
তার আগে জে আর ডি টাটার হাত ধরে 1932 সালে এই বিমান সংস্থার সূচনা ৷ 1946 সালে এই বিমান সংস্থাকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করেন জে আর ডি টাটা ৷ তখনই নাম বদলে হয় এয়ার ইন্ডিয়া ৷
1948 সালে সংস্থার 49 শতাংশ শেয়ার চলে যায় সরকারের হাতে ৷ 1953 সালে সংস্থার অধিকাংশ শেয়ার চলে যায় সরকারের হাতে ৷ তবে 1977 সাল পর্যন্ত সংস্থার চেয়ারম্যান ছিলেন জে আর ডি টাটা ৷