পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi: চব্বিশের পর বিশ্বের প্রথম তিন বৃহৎ অর্থনীতির মধ্যে জায়গা করে নেবে ভারত, ভোটপ্রচারে দাবি মোদির - Madhya Pradesh assembly polls

মধ্যপ্রদেশে ভোট প্রচারে গিয়ে দুর্নীতি ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দাবি করলেন, তাঁর প্রধানমন্ত্রিত্বের তৃতীয় দফায় ভারত তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ হবে ৷

ETV Bharat
নরেন্দ্র মোদি

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 5:09 PM IST

দামোহ (মধ্যপ্রদেশ), 8 নভেম্বর: 2024 এর লোকসভা নির্বাচনের আগে বর্তমানে চলছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট পর্ব ৷ মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে বুধবার কার্যত আগামী লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দাবি করলেন তাঁর প্রধানমন্ত্রিত্বের তৃতীয় দফায় তিনি দেশকে বিশ্বের প্রথম তিন বৃহৎ অর্থনীতির মধ্যে প্রতিষ্ঠা করবেন ৷ তবে এই প্রথম নয়, এর আগেও প্রধানমন্ত্রীর মুখে এই একই কথা শোনা গিয়েছে ৷

17 নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ তার আগে এদিন দামোহ শহরে এক নির্বাচনী প্রচারসভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন দুর্নীতির বিরুদ্ধে তাঁর লড়াই জারি থাকবে ৷ এরপরেই তাঁর আমলে দেশের আর্থিক বৃদ্ধির প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "2014 সালের পর দেশের আর্থিক বৃদ্ধির হার দশম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে ৷ 200 বছর ধরে ভারতে রাজত্ব করা ব্রিটেনের আর্থিক বৃদ্ধিকেও পিছনে ফেলেছে ভারত ৷" মোদি এদিন জানান, 2014 সালের পর গত কয়েক বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার ধীরে ধীরে দশম স্থান থেকে পঞ্চমস্থানে উঠে এসেছে ৷ বিশ্বের অন্য দেশগুলি ভারতের এই দ্রুত আর্থিক বৃদ্ধি দেখে অবাক হয়েছে ৷ এরপরেই প্রধানমন্ত্রী দাবি করেন, ভবিষ্যতে তিনি দেশকে বিশ্বের প্রথম তিন বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবেন ৷

কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রীর কটাক্ষ, "ছত্তিশগড় ও রাজস্থানে এতদিন কংগ্রেসের সরকার ছিল, কিন্তু সেখানকার মুখ্যমন্ত্রীরা ক্ষমতা ও কালো টাকার রাজনীতি করেছেন ৷ কংগ্রেস ক্ষমতায় এলে মধ্যপ্রদেশে 85 শতাংশ কমিশনের রাজত্ব কায়েম হবে ৷" দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি একবার বলেছিলেন কেন্দ্র 1 টাকা দিলে উপভোক্তাদের কাছে 15 পয়সা পৌঁছয়, বাকি 85 পয়সা দুর্নীতিগ্রস্থরা নিয়ে নেয় ৷ মনে করা হচ্ছে কথা স্মরণ করেই কংগ্রেসকে কটাক্ষ করতে 85 শতাংশ কমিশনের কথা বললেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন: নোটবন্দি মোদি সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, ফের সরব রাহুল

সম্প্রতি ভোটপ্রচারে গিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন দেশের 80 কোটি মানুষকে আরও 5 বছর বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র ৷ বিষয়টিকে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন হিসেবে দেখছে কংগ্রেস, কমিশনে অভিযোগ জানানোর কথাও বলেছে তারা ৷ এই প্রসঙ্গে নরেন্দ্র মোদির কটাক্ষ, "বিরোধীদের এইসব করতে দিন, আমি মানুষের জন্য ভালো কাজ করে যাব ৷"

ABOUT THE AUTHOR

...view details