দামোহ (মধ্যপ্রদেশ), 8 নভেম্বর: 2024 এর লোকসভা নির্বাচনের আগে বর্তমানে চলছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট পর্ব ৷ মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে বুধবার কার্যত আগামী লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দাবি করলেন তাঁর প্রধানমন্ত্রিত্বের তৃতীয় দফায় তিনি দেশকে বিশ্বের প্রথম তিন বৃহৎ অর্থনীতির মধ্যে প্রতিষ্ঠা করবেন ৷ তবে এই প্রথম নয়, এর আগেও প্রধানমন্ত্রীর মুখে এই একই কথা শোনা গিয়েছে ৷
17 নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ তার আগে এদিন দামোহ শহরে এক নির্বাচনী প্রচারসভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন দুর্নীতির বিরুদ্ধে তাঁর লড়াই জারি থাকবে ৷ এরপরেই তাঁর আমলে দেশের আর্থিক বৃদ্ধির প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "2014 সালের পর দেশের আর্থিক বৃদ্ধির হার দশম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে ৷ 200 বছর ধরে ভারতে রাজত্ব করা ব্রিটেনের আর্থিক বৃদ্ধিকেও পিছনে ফেলেছে ভারত ৷" মোদি এদিন জানান, 2014 সালের পর গত কয়েক বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার ধীরে ধীরে দশম স্থান থেকে পঞ্চমস্থানে উঠে এসেছে ৷ বিশ্বের অন্য দেশগুলি ভারতের এই দ্রুত আর্থিক বৃদ্ধি দেখে অবাক হয়েছে ৷ এরপরেই প্রধানমন্ত্রী দাবি করেন, ভবিষ্যতে তিনি দেশকে বিশ্বের প্রথম তিন বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবেন ৷