নয়াদিল্লি, 29 মে: দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের ধরনার বিষয়ে একজন প্রাক্তন আইপিএস অফিসারের একটি বিতর্কিত টুইট সামনে এসেছে ৷ যেখানে প্রয়োজনে কুস্তিগীরদের গুলি করার নিদান দেওয়া হয়েছে। সেই টুইটটি রিটুইট করে কুস্তিগীর বজরং পুনিয়া জবাবও দিয়েছেন । এর আগে রবিবার সংসদ ভবনের দিকে যেতে বাধা দেওয়ায় কুস্তিগীর বজরং পুনিয়া তাঁদের গুলি করার কথা বলেছিলেন ৷ যার জবাবে প্রাক্তন আইপিএস তাঁর টুইটারে কুস্তিগীরদের গুলি করতে বলে এবং পোস্টমর্টেম টেবিলে তাদের আবার দেখা করার কথা বলে ।
গতকাল ছিল নতুন সংসদ ভবনের উদ্বোধন ৷ সেই উপলক্ষে কুস্তিগীররা সুবিচারের দাবিতে মিছিল করে নতুন সংসদ ভবনের দিকে যাচ্ছিলেন । কিন্তু বিক্ষোভকারী কুস্তিগীরদের পুলিশ ব্যারিকেড দিয়ে থামিয়ে দেয়। তা সত্ত্বেও প্রতিবাদী কুস্তিগীররা এগিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ এরপরেই দিল্লি পুলিশ ও কুস্তিগীরদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় কুস্তিগীররা ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় । ওই সময়ে কুস্তিগীর বজরং পুনিয়া বলেছিলেন, "আমাদের গুলি করুন।"
এর প্রতিক্রিয়ায় অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এনসি আস্থানা টুইট করেন, "প্রয়োজন হলে আমরা গুলি করব । কিন্তু তোমার কথায় নয় । এখন শুধু টেনে-হিঁচড়ে ফেলে দেওয়া হয়েছে আবর্জনার বস্তার মতো । 129 ধারা অনুযায়ী পুলিশের গুলি করার অধিকার রয়েছে । উপযুক্ত পরিস্থিতিতে সেই ইচ্ছাও পূরণ হবে । কিন্তু এটা জানতে হলে শিক্ষিত হওয়া দরকার । আবার দেখা হবে পোস্টমর্টেম টেবিলে ৷"