দিল্লি, 13 জ়ানুয়ারি : কেন্দ্র সরকার ব্য়র্থ হলে, আপ সরকার দিল্লিবাসীকে বিনামূল্য়ে কোরোনার ভ্য়াকসিন দেবে ৷ বুধবার এমনটাই ঘোষণা করলেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি এদিন জানিয়েছেন, ইতিমধ্য়েই কেন্দ্র সরকারের কাছে তিনি বিনামূল্য়ে দেশজুড়ে কোরোনার ভ্য়াকসিন দেওয়ার আবেদন জানিয়েছেন ৷ কারণ দেশের অধিকাংশ মানুষ এই জীবনদায়ী ওষুধ কিনতে সক্ষম নন ৷
এদিন সাংবাদিক বৈঠক করে কেজরিওয়াল বলেন, ‘‘আমরা দেখব কেন্দ্র সরকার কী পদক্ষেপ নেয় ৷ যদি প্রয়োজন পড়ে এবং কেন্দ্র সরকার বিনামূল্য়ে কোরোনার ভ্য়াকসিন না দেয় তবে, আমরা দিল্লির বাসিন্দাদের জন্য় এই ভ্য়াকসিন বিনামূল্য়ে সরবরাহ করব ৷’’ পাশাপাশি কোরোনার ভ্য়াকসিনেশন নিয়ে গুজব যাতে না ছড়ানো হয়, সেই আবেদনও সাধারণ মানুষের কাছে করেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তবে, দেশের অন্য়ান্য় বিরোধী দলগুলির থেকে সম্পূর্ণ একশো আশি ডিগ্রি ঘুরে কোরোনার ভ্য়াকসিন নিয়ে মন্তব্য় করতে শোনা গেল দিল্লির মুখ্য়মন্ত্রীকে ৷