পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Virat Kohli to play South Africa ODI Series : বিরাট বার্তা, দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে খেলছেন কোহলি

সাংবাদিক সম্মেলনে দক্ষিণ আফ্রিকায় ওয়ান’ডে সিরিজে না খেলার জল্পনা উড়িয়ে দিলেন বিরাট ৷

বিরাট কোহলি
বিরাট কোহলি

By

Published : Dec 15, 2021, 1:47 PM IST

Updated : Dec 15, 2021, 2:48 PM IST

মুম্বই, 15 ডিসেম্বর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজ খেলতে চান না ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি (Virat set to miss ODI series against South Africa ) ৷ বিসিসিআই-কে এমনটাই নাকি জানিয়েছিলেন বিরাট ৷ আজ সাংবাদিক সম্মেলনে এই নিয়ে জল্পনা উড়িয়ে দিলেন ভারতের টেস্ট ক্যাপ্টেন ৷ জানিয়ে দিলেন, দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজে খেলবেন তিনি (Virat Kohli to play South Africa ODI Series) ৷

দিনকয়েক আগে সংবাদ সংস্থাকে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘রোহিতের হাতে একদিনের ক্রিকেটের ব্যাটন তুলে দেওয়া বোর্ডের সদস্য এবং নির্বাচকদের যৌথ সিদ্ধান্ত ৷ এর আগে কোহলিকে বোর্ডের পক্ষ থেকে টি-টোয়েন্টি ক্রিকেটের ক্যাপ্টেন থাকার জন্য অনুরোধ করা হয়েছিল ৷ বিরাট তাতে রাজি হয়নি ৷ বোর্ডের কর্তারা সাদা বলের ক্রিকেটে দু'জন আলাদা অধিনায়ক রাখার পক্ষপাতী ছিলেন না ৷ এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, টেস্টে ক্যাপ্টেন থাকবেন বিরাটই ৷ সীমিত ওভারের ক্রিকেটে নেতা হবেন রোহিত ৷ আমি ব্যক্তিগতভাবে কোহলির সঙ্গে এই বিষয়ে কথা বলেছি ৷ নির্বাচক কমিটির চেয়ারম্যানও ওর সঙ্গে কথা বলেছেন ৷’’

আজকের সাংবাদিক বৈঠকে বোর্ড সভাপতির এই দাবিকে কার্যত উড়িয়ে দিলেন কোহলি ৷ ওডিআই-এর প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘‘আমাকে টেস্ট দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে প্রধান নির্বাচক জানান, আমাকে একদিনের ম্যাচে আর অধিনায়ক রাখা হচ্ছে না ৷ আর বোর্ডের তরফ থেকে আমাকে টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন থাকার জন্যও অনুরোধ করা হয়নি ৷’’

আরও পড়ুন :Sourav Opens up on Virat Captaincy : কেন বিরাটের বদলি রোহিত, জানালেন সৌরভ

গত সপ্তাহে বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে ওয়ান’ডে দলের অধিনায়ক করা হয় ৷ বোর্ডের তরফে এনিয়ে বিবৃতি দিয়ে জানানও হয়েছিল ৷ যেখানে বলা হয়েছিল, রোহিত শর্মা ভারতের ওয়ান’ডে এবং টি-20 দলের অধিনায়কত্ব করবেন ৷ স্বাভাবিকভাবেই বিরাট কোহলি কেবল টেস্ট দলের অধিনায়ক হিসেবে থেকে যান ৷ যার পরেই বোর্ড এবং কোহলির মধ্যে টানাপোড়েন প্রকাশ্যে চলে আসে ৷

আরও পড়ুন : Rohit Sharma ruled out : হ্যামস্ট্রিংয়ের চোটে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত

Last Updated : Dec 15, 2021, 2:48 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details