পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Om Birla Unhappy: 'সাংসদরা সঠিক আচরণ না করা পর্যন্ত লোকসভায় আসব না...', সংসদের শোরগোলে বিরক্ত অধ্যক্ষ - Om Birla Unhappy

Om Birla on disruptions in Parliament: বাদল অধিবেশনের শুরু থেকেই সংসদে দিনভর শোরগোলে বিরক্ত লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ তিনি বলেছেন, সাংসদরা সঠিক আচরণ না করা পর্যন্ত তিনি আর লোকসভায় যাবেন না ৷

Om Birla on disruptions in Parliament
ওম বিড়লা

By

Published : Aug 2, 2023, 5:17 PM IST

নয়াদিল্লি, 2 অগস্ট: বাদল অধিবেশন শুরু হওয়ার পর থেকেই লোকসভা উত্তাল হয়েছে ৷ এতেই বিরক্ত হয়ে একটি কড়া সিদ্ধান্ত নিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, সাংসদরা মর্যাদা অনুযায়ী আচরণ না করা পর্যন্ত নিম্নকক্ষের সভাপতিত্ব করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন অধ্যক্ষ ৷ বুধবার লোকসভার অধিবেশনে অধ্যক্ষের চেয়ারে দেখা যায়নি ওম বিড়লাকে ৷

স্পিকারের আসনে নেই ওম বিড়লা: সূত্রের খবর, ওম বিড়লা হাউসের কাজকর্ম নিয়ে শাসকদল এবং বিরোধী উভয়ের প্রতিই গভীর অসন্তোষ প্রকাশ করেছেন । উভয় পক্ষকে তিনি বলেন যে, সাংসদরা সংসদের মর্যাদা অনুযায়ী আচরণ না করা পর্যন্ত তিনি লোকসভায় যাবেন না । আজও যখন হাউসের কার্যক্রম শুরু হয়, ওম বিড়লা স্পিকারের আসনে আসেননি । এ দিকে, এ দিনও মণিপুর নিয়ে হই-হট্টগোলের জেরে লোকসভা প্রথমে দুপুর 2টা পর্যন্ত ও পরে সারাদিনের জন্য মুলতবি হয়ে যায় ৷

রাষ্ট্রপতিকে স্মারকলিপি: ইতিমধ্যে মণিপুরে দুদিনের সফরে যাওয়া বিরোধী দলের 21 জন সাংসদ-সহ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সের 31 জনের প্রতিনিধি দল আজ মণিপুর নিয়ে কথা বলতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন । মণিপুর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবিতে তারা রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি পেশ করেন ৷ রাষ্ট্রপতি যাতে প্রধানমন্ত্রীকে সংসদে বিবৃতি দিতে বলেন এবং মণিপুর পরিদর্শনে যেতে বলেন, সেই আর্জি জানিয়েছেন বিরোধীরা ৷

আরও পড়ুন:'মোদিকে সংসদে বিবৃতি দিতে ও মণিপুর যেতে বলুন', রাষ্ট্রপতির কাছে আর্জি ইন্ডিয়ার

মণিপুর সফরে গিয়েছিলেন বিরোধীরা: বিরোধী দলগুলির 21 জন সাংসদের প্রতিনিধি দল 28 ও 29 জুলাই মণিপুর সফরে গিয়েছিলেন ৷ 4 মে থেকে জাতিগত সংঘর্ষ ও হিংসায় তপ্ত উত্তর-পূর্বের এই রাজ্য ৷ দুই দিনের সফরের প্রথম দিনে বিরোধী সাংসদরা ইম্ফল, বিষ্ণুপুর জেলার মইরাং এবং চুরাচাঁদপুরের বেশ কয়েকটি ত্রাণ শিবির পরিদর্শন করেন ও জাতিগত সংঘর্ষের শিকারদের সঙ্গে দেখা করেন । সফরের শেষ দিনে প্রতিনিধি দলটি ইম্ফলে মণিপুরের রাজ্যপাল আনুসুইয়া উইকির সঙ্গে দেখা করে এবং তাঁর কাছে একটি স্মারকলিপি দেয় ৷ সেই স্মারকলিপিতে মণিপুরে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধার করার জন্য তাঁকে অনুরোধ করা হয় ।

তপ্ত বাদল অধিবেশন: সংসদের বাদল অধিবেশন 20 জুলাই শুরু হওয়ার পর থেকে বিরোধী সদস্যরা মণিপুর নিয়ে বিশদ আলোচনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিবৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছে ৷ আর এই দাবিতেই শোরগোল ও বিক্ষোভের কারণে রোজ ব্যাহত হচ্ছে সংসদের কাজ ৷

ABOUT THE AUTHOR

...view details