কলকাতা, 9 অগস্ট : নীতীশ কুমারের (Nitish Kumar) ভোলবদল ৷ মঙ্গলবার দিনভর দেশের রাজনৈতিক চর্চায় এটাই হট টপিক ৷ বিরোধীদের একাংশের মতে, বিজেপির (BJP) সঙ্গ ত্যাগ করে এবার সরাসরি মোদির বিরুদ্ধে সম্মুখসমরে নামতে চাইছেন এই জেডিইউ (JDU) নেতা ৷ তিনি চাইছেন বিরোধীদের তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী (Prime Ministerial Candidate) হতে ৷
সত্যিই কি তাই! রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, 2024-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) গেরুয়া শিবিরের মুখ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই (Prime Minister Narendra Modi) হবেন, তা নিয়ে কোনও সংশয় নেই ৷ কিন্তু বিরোধী শিবিরের নেতা হিসেবে কে উঠে আসবেন, তা নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), টিআরএসের কে চন্দ্রশেখর রাও (KCR)-সহ একাধিক আঞ্চলিক নেতা রয়েছেন দৌড়ে ৷ আর রয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধি ৷ সেই তালিকায় নীতীশের সংযোজন বিরোধীদের কাছে কি খুব সুখকর হবে ?
যদিও নীতীশকে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে দেওয়ার প্রচেষ্টা এদিনই শুরু করে দিয়েছেন জেডিইউ নেতারা ৷ দলের নেতা উপেন্দ্র কুশওয়াহা বলেন, ‘‘ব্যক্তিত্বের বিচারে প্রধানমন্ত্রী হওয়ার জন্য নীতিশ কুমার যোগ্য ৷ আমরা আজই দাবি করছি না ৷ কিন্তু তাঁর মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে ৷’’
মঙ্গলবারই পটনার রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার ৷ ততক্ষণে সকলে জেনে গিয়েছেন যে বিজেপির সঙ্গে জোট ভাঙছেন নীতীশ ৷ ইস্তফা দিয়ে রাজভবন থেকে সোজা আরজেডির (RJD) সঙ্গে বৈঠক করতে চলে যান তিনি ৷ সেখানে কংগ্রেসও (Congress) ছিল ৷ তার পর বিহারের রাজনীতিতে ফের ‘মহাগঠবন্ধন’ তৈরি হয় ৷ আর সেই মহাজোটের মুখ্যমন্ত্রী হিসেবে আগামিকাল বিকেল চারটেয় ফের শপথ নেবেন নীতীশ কুমার ৷
তাই তাঁকে প্রধানমন্ত্রী পদে দেখতে চেয়ে সরব হয়েছে জোটসঙ্গী আরজেডিও ৷ দলের নেতা শরদ যাদব জানান, 2024-এ নীতিশ কুমার প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন ৷ নীতীশ অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷
তবে তিনি কি বিরোধীদের কাছে আদৌ বিশ্বাসযোগ্য হবেন, মঙ্গলবার এই প্রশ্ন নিয়েও কম চর্চা হয়নি জাতীয় রাজনীতিতে ৷ আর এই প্রশ্ন ওঠার কারণ নীতীশ নিজেই ৷ 2005 সালে নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন ৷ তখন তিনি এনডিএ-তে বিজেপির জোটসঙ্গী ৷ 2013 সালে আচমকা তিনি এনডিএ ছাড়েন ৷ বিজেপির সঙ্গ ত্য়াগ করেন ৷ কারণ, সেই সময় নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি ৷