নয়াদিল্লি, 15 অগস্ট: স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে তিনবারের গ্র্যামি বিজয়ী রিকি কেজের প্রশংসা ৷ দেশের সর্ববৃহৎ অর্কেস্ট্রার সঙ্গে জাতীয় সঙ্গীত 'জন গণ মন'র পরিবেশন রেকর্ড করার জন্য রিকির প্রশংসা করে মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেন, এটি প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে ৷
কেজের ভিডিয়ো শেয়ার মোদির: রিকি কেজ সোমবার লন্ডনের আইকনিক অ্যাবে রোড স্টুডিয়োতে রয়্যাল ফিলহারমনিক অর্কেস্ট্রা (আরপিও) থেকে 100 সদস্যের ব্রিটিশ অর্কেস্ট্রা সমন্বিত 'জন গণ মন'-এর একটি ভিডিয়ো শেয়ার করেন । পুরষ্কার বিজয়ী সঙ্গীতশিল্পীর সেই ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "অসাধারণ । এটি অবশ্যই প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে ।"
ভারতের 77তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে 'জন গণ মন'-র সেই উপস্থাপনার রেকর্ড করা হয় ৷ মঙ্গলবার রিকি টুইটে লেখেন,