পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

HP Polls: মোদির বিজেপির উপর কি ফের আস্থা রাখবেন হিমাচলের ভোটাররা ? - বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা

আগামিকাল, শনিবার হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন (Himachal Pradesh Assembly Elections 2022) ৷ পাহাড়ি এই রাজ্যে সম্মুখসমরে বিজেপি (BJP) ও কংগ্রেস (Congress) ৷ কে কাকে টেক্কা দিতে পারে, লিখলেন বিশিষ্ট সাংবাদিক সঞ্জীব কাপুর ৷

will-hp-vote-for-pm-narendra-modi-or-the-state-government-for-its-performance
HP Polls: মোদির বিজেপির উপর কি ফের আস্থা রাখবেন হিমাচলের ভোটাররা?

By

Published : Nov 11, 2022, 7:14 PM IST

হায়দরাবাদ, 11 নভেম্বর: আগামিকাল, 12 নভেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন (Himachal Pradesh Assembly Elections 2022) ৷ এই পাহাড়ি রাজ্যের বিধানসভার 68টি আসনে ভোট নিয়ে কংগ্রেসের (Congress) কড়া চ্যালেঞ্জের মুখোমুখি ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ অন্তত সিমলার জনজীবন দেখে তা মনে হচ্ছে ৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা অবশ্য বলেন যে বিজেপি জানে কীভাবে হারা ভোট জিততে হয় ৷ তবুও হিমাচলে গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা কিন্তু স্বস্তিতে নেই ৷

এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই (PM Narendra Modi) ভরসা সেখানকার নেতাদের ৷ মোদিও টের পেয়েছেন যে এই রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া প্রবল ৷ তার উপর টিকিট বণ্টন নিয়ে গেরুয়া শিবিরে ক্ষোভের আগুন জ্বলছে ৷ সেই কারণেই তিনি হিমাচল প্রদেশের সোলানের একটি সভা থেকে সাধারণ মানুষের কাছে প্রার্থীর কথা ভুলে গিয়ে শুধু পদ্ম প্রতীক দেখে ভোট দেওয়ার আবেদন করেছেন ৷

2014 সালের পর থেকে প্রায় প্রতিটি রাজ্যের ভোটেই মোদির ক্যারিশমার ওপরই ভরসা করে এসেছে বিজেপি ৷ এখানেও তার ব্যতিক্রম হচ্ছে না ৷ বরং মোদি কার্যত স্পষ্ট করে দিয়েছেন যে বিজেপির সরকার হলে আসলে রাজ্যটা চালাবেন তিনি ও কেন্দ্রে থাকা তাঁর সরকার ৷

কিন্তু তিনি কেন এমন বললেন ? হিমাচল প্রদেশ বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) রাজ্য ৷ বিজেপি কার্যকর্তা হিসেবে মোদিও এই রাজ্যে অনেকটা সময় কাটিয়েছেন অতীতে ৷ ফলে তাঁর এই রাজ্য়ের প্রতি বাড়তি টান রয়েছে ৷ তাছাড়া ভূমিপুত্র হওয়ার জন্য এই রাজ্যে অনেকটাই সময় ব্যয় করেছেন নাড্ডা ও অনুরাগ ৷ তার পরও কয়েকটি সমীক্ষায় দেখা গিয়েছে যে এবারের ভোটে কংগ্রেস কার্যত বিজেপির ঘাড়ে নিশ্বাস ফেলছে ৷ আর এটা গেরুয়া শিবিরের কাছে যথেষ্ট চিন্তার বিষয় ৷

হিমাচলে উচ্চবর্ণের ভোটারের সংখ্যা বেশি ৷ তাই এখানে ভোটে জয়ের জন্য হিন্দুত্বই তুরুপের তাস বিজেপির ৷ সেই কারণেই ক্ষমতায় এলে ইউনিফর্ম সিভিল কোড (UCC) চালু করার প্রতিশ্রুতি দিয়েছে তারা ৷ এই নিয়ে এখনও কোনও সাড়া সেভাবে না পড়লেও বিজেপির আশা, এতেই কাজ হবে ৷ হিন্দু ভোটারের বড় অংশ পদ্ম প্রতীকের উপর আস্থা রাখবেন ৷ তাছাড়া মন্দিরে মন্দিরে ঘুরেও বিজেপি হিন্দুদের আস্থা অর্জনের চেষ্টা করেছে ৷ মোদিও মন্দির দর্শনের মাধ্যমে নিজেকে হিন্দুত্বের একমাত্র রক্ষাকর্তা হিসেবে তুলে ধরতে চেয়েছেন ৷

তবে বেকারত্ব এখানে বড় ইস্যু ৷ বিশেষ করে গত দু’বছর প্রতিরক্ষা ক্ষেত্রে এই রাজ্য থেকে কোনও নিয়োগ হয়নি ৷ যেখানে প্রতি বছর প্রায় 5 হাজার যুবক সেনাবাহিনীতে যোগদান করতেন ৷ তার মানে গত দু’বছরে 10 হাজার যুবা চাকরি পাননি ৷ তাছাড়া অর্থনীতি নিয়ে সমীক্ষা করে এমন একটি সংস্থার দাবি, হিমাচলে বেকারত্ব অনেকটাই বেশি ৷ তার সঙ্গে মূল্যবৃদ্ধিও অন্যতম সমস্যা ৷ যদিও বিজেপি নেতারা মনে করছেন এতকিছুর পরও মানুষ তাঁদের প্রতি হিন্দুত্বের কারণে আস্থা রাখবেন ৷

সরকারি কর্মচারী ও অবসর নেওয়া সরকারি কর্মচারী এই রাজ্যের ভোটে বড় ফ্যাক্টর ৷ এখানে মোট ভোটার 55 লক্ষ ৷ তার মধ্যে আড়াই লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী রয়েছেন ৷ আর সরকারি কর্মচারীর সংখ্যা 2 লক্ষ ৷ এটা বুঝতে পেরেই কংগ্রেস সরকারি চাকরি না পাওয়া, বয়স্কদের পেনশন যোজনা সংক্রান্ত ইস্যু নিয়ে সরব হয়েছে ৷ প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) নিজেই এই ইস্যু তুলেছেন ৷ তার সঙ্গে মন্দির দর্শনও চলছে কংগ্রেসের ৷

বয়স্কদের পেন যোজনার বিষয়টি বিজেপিকে চাপে রাখলেও তারা করোনা অতিমারীর (Covid Pandemic) সময় ভালো কাজের ফিরিস্তি দিয়েছে ভোটের প্রচারে ৷ তার পরও অতিমারীর জেরে পর্যটন শিল্পে যে ধাক্কা লেগেছে, তা নিয়ে রাজ্য় সরকার কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে ৷ ভোটে এর প্রভাব কতটা পড়বে, তা নিয়ে ধন্দে গেরুয়া শিবির ৷

অনেক রাজ্যেই কংগ্রেস ও বিজেপির মধ্যে মুখোমুখি লড়াই হয় না ৷ পঞ্জাব তার সবচেয়ে বড় উদাহরণ ৷ সেখানে আম আদমি পার্টির (AAP) উপস্থিতি কংগ্রেসের ক্ষতি সবচেয়ে বেশি করেছে ৷ হিমাচল নিয়ে শুরুর দিকে আপের তৎপরতা চোখে পড়েছিল ৷ কিন্তু পরে তা আর দেখা যায়নি ৷ ফলে 68টি আসনে কংগ্রেস ও বিজেপির মুখোমুখি লড়াই হচ্ছে ৷

কংগ্রেসের প্রচারের দায়িত্ব ছিল মূলত প্রিয়াঙ্কা গান্ধি ও শচীন পাইলটের উপর ৷ বিশেষ করে রাহুল গান্ধির (Rahul Gandhi) অনুপস্থিতিতে প্রচারে নেতৃত্ব দিয়েছেন প্রিয়াঙ্কা ৷ এখন দেখার প্রতিবার হিমাচলের ভোটাররা যেমন শাসককে ক্ষমতা থেকে হটিয়ে বিরোধীদের সরকার গড়ার পক্ষে মত দেন ৷ এবারও তাই করবেন কি না ! আর এটাই বিরোধীদের আশা ৷ তবে শেষ পর্যন্ত বিজেপি খেলা ঘোরাতে পারে কি না, সেটাও দেখার ৷

আরও পড়ুন:ভারতের রাজনীতি যেন খোলা বাজার ! বিপদে গণতন্ত্র

ABOUT THE AUTHOR

...view details