পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sameer Wankhede : আগাম নোটিশ ছাড়া গ্রেফতার নয় ওয়াংখেড়েকে, আদালতে জানাল মহারাষ্ট্র সরকার

এদিন আদালতে সরকার পক্ষের আইনজীবী জানান, সমীরের বিরুদ্ধে যদি কোনও কেস নথিভুক্ত হয় এবং তাঁকে গ্রেফতারের প্রয়োজন হয়, তাহলে 72 ঘণ্টা আগে নোটিশ দেওয়া হবে ৷

Sameer Wankhede
আগাম নোটিশ ছাড়া গ্রেফতার নয় সমীর ওয়াংখেড়েকে, আদালতে জানাল মহারাষ্ট্র সরকার

By

Published : Oct 28, 2021, 5:08 PM IST

Updated : Oct 28, 2021, 5:26 PM IST

মুম্বই, 28 অক্টোবর : আগাম নোটিশ ছাড়া গ্রেফতার করা হবে না মহারাষ্ট্রে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এর শীর্ষ আধিকারিক সমীর ওয়াংখেড়েকে ৷ বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে এই কথা জানিয়েছে মহারাষ্ট্র সরকার ৷ এদিন আদালতে সরকারি আইনজীবী জানান, সমীরের বিরুদ্ধে যদি কোনও কেস নথিভুক্ত হয় এবং তাঁকে গ্রেফতারের প্রয়োজন হয়, তাহলে 72 ঘণ্টা আগে নোটিশ দেওয়া হবে ৷

আরও পড়ুন : Aryan Khan: মাদক-কাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ানের জামিন, ছাড়া পেলেন আরবাজ-মুনমুনও

উল্লেখ্য, বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে ওঠা মাদকযোগ কাণ্ডের তদন্ত করছেন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে ৷ কিন্তু তাঁর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠায় সম্প্রতি সমীরের বিরুদ্ধেই পৃথক তদন্ত শুরু করে মহারাষ্ট্র পুলিশ ৷ এরপরেই, মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে এই আশঙ্কায় বম্বে আদালতে অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে আবেদন জানান সমীর ওয়াংখেড়ে ৷ এই আবেদনের শুনানিতেই এদিন আদালতে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানানো হয়, তিন দিনের আগাম নোটিশ না দিয়ে গ্রেফতার করা হবে না সমীরকে ৷ এরপরেই এই মামলার নিষ্পত্তি করে দেয় আদালত ৷

Last Updated : Oct 28, 2021, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details