কলকাতা, 9 নভেম্বর: 'ক্যাশ-ফর-কয়্যারি' বিতর্কে লোকসভার এথিক্স কমিটি ইতিমধ্যেই মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে ৷ যার প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল সাংসদ কটাক্ষের সুরে বিষয়টিকে, "ক্যাঙারু কোর্টের প্রিফিক্সড ম্যাচ" হিসাবে অভিহিত করেছেন ৷ একইসঙ্গে জোর দিয়ে তিনি দাবি করেছেন, এর ফলে ভারতে সংসদীয় গণতন্ত্রের মৃত্যু নিশ্চিত হচ্ছে ৷
বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকারের সভাপতিত্বে গঠিত এথিক্স কমিটি বৃহস্পতিবার মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের পরামর্শ দিয়ে তাদের রিপোর্ট জমা করেছে ৷ এরপরই সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে মহুয়া মৈত্র বলেন, "যদি তারা আমাকে এই লোকসভা থেকে বহিষ্কার করে, আমি পরবর্তী লোকসভা ভোটে আরও বড় ম্যান্ডেট নিয়ে ফিরে আসব।"
মহুয়া আরও বলেন, "এটি একটি ক্যাঙারু কোর্টের প্রাক-নির্ধারিত ম্যাচ, যা কোনও ক্ষেত্রেই আশ্চর্য হওয়ার বিষয় নয়। কিন্তু দেশের জন্য বৃহত্তর বার্তাটি হল, ভারতের সংসদীয় গণতন্ত্রের মৃত্যু ৷" তিনি স্পষ্ট করে জানান, সুপারিশটি এখনও চূড়ান্ত হয়নি ৷ সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন এই প্রস্তাবে সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও মনে করছেন মহুয়া ৷ তিনি জোর দিয়ে জানান, এই সিদ্ধান্ত তাঁকে প্রশ্ন করা থেকে বিরত রাখতে পারবে না ৷ বরং বিজেপি-আদানি সম্পর্ক নিয়ে আরও জোরালোভাবে তিনি বক্তব্য রাখতে পারবেন বলেও মনে করেন মহুয়া ৷