পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Telangana Assembly polls: ভোট ময়দানেও আক্রমণাত্মক ব্যাটিংই অস্ত্র কংগ্রেস প্রার্থী আজহারউদ্দিনের

তেলেঙ্গানায় এবারের বিধানসভা নির্বাচনে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে জুবিলি হিলস কেন্দ্র থেকে প্রার্থী করেছে কংগ্রেস ৷

ETV Bharat
মহম্মদ আজহারউদ্দিন

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 5:25 PM IST

নয়াদিল্লি, 29 অক্টোবর:তেলেঙ্গানায় আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট ময়দানে দেখা যাবে মহম্মদ আজহারউদ্দিনকে ৷ এবারের নির্বাচনে হায়দরাবাদের জুবিলি হিলস কেন্দ্র থেকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে প্রার্থী করেছে কংগ্রেস ৷ জীবনের এই নতুন পিচে জেতার জন্য তিনি আক্রমণাত্মক ব্যাটিংয়ের ভঙ্গিতেই খেলবেন বলে জানিয়েছেন আজহারউদ্দিন ৷ ক্রিকেট ময়দানে নিজস্ব ব্যাটিং ভঙ্গিমা ও স্টাইলিস স্ট্রোক প্লে’র জন্য পরিচিত ছিলেন তিনি ৷ ভোট ময়দানেও তিনি সফল হবেন বলে আশাবাদী মহম্মদ আজহারউদ্দিন ৷ তাঁর দীর্ঘ ক্রিকেট জীবনে 99টি আন্তর্জাতিক টেস্ট ও 334টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন আজহার ৷

তবে রাজনীতির ময়দানে এই প্রথম নামলেন না তিনি ৷ 2009 লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মোরাদাবাদ আসন থেকে কংগ্রেসের টিকিটে জেতেন তিনি ৷ তবে 2014 সালের ভোটে রাজস্থানের টঙ্ক-সাওয়াই মাধোপুর আসন থেকে লড়লেও জিততে পারেননি তিনি ৷ তবে লোকসভার লড়াই ছেড়ে এবার তিনি বিধানসভার লড়াইয়ে নামলেন ৷ সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই অধিনায়ক জানিয়েছেন, নিজের রাজ্য থেকে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে ও তেলেঙ্গানাবাসীর জন্য কাজ করতে তিনি মুখিয়ে আছেন ৷

আজহারউদ্দিন বলেছেন, "এবার আমি নিজের রাজ্যে লড়ার জন্য এই টিকিট পেয়ে খুব আনন্দিত ৷ এর জন্য আমি দলের হাইকমান্ড মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি এবং প্রদেশ কংগ্রেস প্রধান এ রেভানথ রেড্ডিকে ধন্যবাদ জানাচ্ছি আমায় এই সুযোগ দেওয়ার জন্য ৷ আমার ছেষ্টা করব এবং আশা রাখি এই নির্বাচনে জিততে পারব ৷" আজহারউদ্দিন প্রসঙ্গে তেলেঙ্গানার প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন, এবছর রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে, কংগ্রেসের পক্ষেই রায় আসবে এবং আজহার জিতবেন ৷

আরও পড়ুন: 'তেলেঙ্গানায় বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী হবেন অনগ্রসর শ্রেণি থেকে,' বললেন শাহ

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে আজহারউদ্দিন বলেছেন, "কংগ্রেসের পক্ষে এটা সঠিক সময়, আমাদের কাছে যোগ্য লোক আছে, আমরা কঠিন পরিশ্রম করছি এবং এরাজ্যের মানুষও চান যাতে কংগ্রেস ক্ষমতায় আসে ৷ এখানে শুধুমাত্র শহরাঞ্চলে উন্নয়ন হয়েছে, অন্য কোথাও হয়নি ৷ তাই আমরা এই দিকটিতে নজর দেব ৷ আমরা যে 6 দফা প্রতিশ্রুতি দিয়েছি, অবশ্যই ক্ষমতায় এলে সেগুলি পূরণ করা হবে ৷" রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি কংগ্রেসে রয়েছেন ৷ এই প্রসঙ্গে ভারতীয় দলের প্রাক্তন এই অধিনায়ক বলেছেন, "যে তোমায় সুযোগ দেয় তাঁর প্রতি তোমার বিশ্বস্ত থাকা উচিত, এটা আমি মনে করি ৷"

আরও পড়ুন: বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মীয় সম্প্রীতি নিয়ে লড়ছে ‘ইন্ডিয়া’, মত এমকে স্ট্যালিনের

60 বছর বয়সি আজহারের মতে, এই রাজ্যের মানুষ দেখেছেন বিআরএস কী করেছে ৷ অতীতে কংগ্রেস কী করেছে তাও রাজ্যবাসী দেখেছেন ৷ স্বাধীনতার পর এখানে যত উন্নয়ন হয়েছে সব কংগ্রেসই করেছিল ৷ এবার ভোটে জিতলে কংগ্রেস তেলেঙ্গানার সার্বিক উন্নয়নের পাশাপাশি, অনগ্রসর এলাকার উন্নয়নে নজর দেবে বলে তিনি জানান ৷ উল্লেখ্য, 119 আসন বিশিষ্ট তেলেঙ্গানা বিধানসভার নির্বাচন আগামী 30 নভেম্বর ৷ ফলপ্রকাশ 3 ডিসেম্বর ৷ জুবিলি হিলস আসনে আজাহারের মূল প্রতিদ্বন্দ্বী বিআরএসের বর্তমান বিধায়ক গোপীনাথ মাগান্তি ৷

ABOUT THE AUTHOR

...view details