নয়াদিল্লি, 29 অক্টোবর:তেলেঙ্গানায় আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট ময়দানে দেখা যাবে মহম্মদ আজহারউদ্দিনকে ৷ এবারের নির্বাচনে হায়দরাবাদের জুবিলি হিলস কেন্দ্র থেকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে প্রার্থী করেছে কংগ্রেস ৷ জীবনের এই নতুন পিচে জেতার জন্য তিনি আক্রমণাত্মক ব্যাটিংয়ের ভঙ্গিতেই খেলবেন বলে জানিয়েছেন আজহারউদ্দিন ৷ ক্রিকেট ময়দানে নিজস্ব ব্যাটিং ভঙ্গিমা ও স্টাইলিস স্ট্রোক প্লে’র জন্য পরিচিত ছিলেন তিনি ৷ ভোট ময়দানেও তিনি সফল হবেন বলে আশাবাদী মহম্মদ আজহারউদ্দিন ৷ তাঁর দীর্ঘ ক্রিকেট জীবনে 99টি আন্তর্জাতিক টেস্ট ও 334টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন আজহার ৷
তবে রাজনীতির ময়দানে এই প্রথম নামলেন না তিনি ৷ 2009 লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মোরাদাবাদ আসন থেকে কংগ্রেসের টিকিটে জেতেন তিনি ৷ তবে 2014 সালের ভোটে রাজস্থানের টঙ্ক-সাওয়াই মাধোপুর আসন থেকে লড়লেও জিততে পারেননি তিনি ৷ তবে লোকসভার লড়াই ছেড়ে এবার তিনি বিধানসভার লড়াইয়ে নামলেন ৷ সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই অধিনায়ক জানিয়েছেন, নিজের রাজ্য থেকে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে ও তেলেঙ্গানাবাসীর জন্য কাজ করতে তিনি মুখিয়ে আছেন ৷
আজহারউদ্দিন বলেছেন, "এবার আমি নিজের রাজ্যে লড়ার জন্য এই টিকিট পেয়ে খুব আনন্দিত ৷ এর জন্য আমি দলের হাইকমান্ড মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি এবং প্রদেশ কংগ্রেস প্রধান এ রেভানথ রেড্ডিকে ধন্যবাদ জানাচ্ছি আমায় এই সুযোগ দেওয়ার জন্য ৷ আমার ছেষ্টা করব এবং আশা রাখি এই নির্বাচনে জিততে পারব ৷" আজহারউদ্দিন প্রসঙ্গে তেলেঙ্গানার প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন, এবছর রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে, কংগ্রেসের পক্ষেই রায় আসবে এবং আজহার জিতবেন ৷