পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্বামীকে ফাঁসাতে 'বন্ধু'র মোবাইল থেকে পুলিশকে বোমা বিস্ফোরণের হুমকি মহিলার - বোমা বিস্ফোরণের হুমকি

Bomb Threat Message to Police: অ্যাপের মাধ্যমে পরিচিত বন্ধুর সঙ্গে সম্পর্ক জানতে পেরে গিয়েছিলেন স্বামী ৷ তা নিয়ে তাদের মধ্যে অশান্তিও হয় ৷ তাই বন্ধুর পরামর্শে স্বামীর মোবাইল ফোন ব্যবহার করে থানায় বোমা বিস্ফোরণের হুমকির বার্তা স্ত্রী’র ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Bomb Threat Message to Police
পুলিশকে বোমা বিস্ফোরণের হুমকি মহিলার

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 1:12 PM IST

বেঙ্গালুরু, 7 ডিসেম্বর:স্বামীর মোবাইল ফোন থেকে ভুয়ো বোমা বিস্ফোরণের হুমকি ৷ পুলিশের জালে অভিযুক্ত মহিলা ৷ গত 5 ডিসেম্বর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আনকেলে ৷ জেরায় ওই মহিলা স্বীকার করেন স্বামীর সঙ্গে তাঁর অশান্তি চলছে ৷ তাই প্রতিশোধ নিতে স্বামীকে ফাঁসাতেই এই কাজ করেছেন ৷

পুলিশ সূত্রে খবর, উত্তর কর্ণাটকের আনেকোল শহরের মারুতি কলোনির বাসিন্দা কিরণ ও বিদ্যারানি ৷ সম্প্রতি একটি অ্যাপের মাধ্যমে ওই মহিলার এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় ৷ তার সঙ্গে বেশ কয়েকবাবর দেখাও করেন তিনি ৷ ক্রমে সম্পর্ক বন্ধুত্বে পরিণত হয় এবং পরে তা আরও ঘনিষ্ঠ হয় ৷ কিন্তু হঠাৎই ওই মহিলার স্বামী কিরণ সমস্ত বিষয়টি জানতে পারেন ৷ তা নিয়ে স্বামী- স্ত্রী’র মধ্যে অশান্তি শুরু হয় ৷ এরপরই কিরণ তাঁর স্ত্রী’ মোবািলটি রাগের মাথায় মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ছুঁড়ে ভেঙে ফেলেন ৷ তারপরেই বিদ্যরানি স্বামীকে 'শিক্ষা' দেওয়ার কথা চিন্তা করতে থাকেন ৷

তিনি তাঁর বন্ধুকে ফোনে সমস্ত বিষয়টি জানায় ৷ দু’জনে মিলে কিরণকে ফাঁসানোর চক্রান্ত করে । পরিকল্পনা মতো বিদ্যারানি ও তার বন্ধুরা বিদ্যারানিকে কিছু মেসেজ পাঠায় । এরপর বিদ্যারানী তার সেই সমস্ত মেসেজ তাঁর স্বামীর মোবাইলে পাঠান ৷ তার পর স্বামী কিরণের মোবাইল থেকে 5 ডিসেম্বর পুলিশ এবং কেন্দ্রীয় তদন্ত দলকে হুমকিমূলক মেসেজ গুলি ফরোয়ার্ড করেন ৷ এই মেসেজেই তিনি লেখেন থানায় আরডিএক্স রাখা আছে ৷ 5 ডিসেম্বর সেটির বিস্ফোরণ হতে পারে ৷ স্বামী কিরণের মোবাইল থেকে সেই বার্তা পাঠানোর পরেই তা মুছে দেন বিদ্যারানি ৷ যে ফোন নম্বর থেকে মেসেজটি এসেছে তার উৎস অনুসন্ধান করতে গিয়েই পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলি বিদ্যারানি ও কিরণের হদিশ পায় । আনাকেলে ওই দম্পতির বাড়িতে হানা দিয়ে তাদের তুলে আনে ৷ দু’জনকে জেরা করতেই সমস্ত ঘটনাটি জানতে পারে পুলশি ৷

বেঙ্গালুরুর গ্রামীণ এসপি মল্লিকার্জুন বলদন্ডী ঘটনা প্রসঙ্গে বলেন, ",ওই মহিলার স্বামী কিরণ তাঁর স্ত্রী-র বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ বিদ্যারানির বন্ধুকে গ্রেফতারের জন্য খোঁজ করছেন ৷ পাশপাশি মহিলাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ ৷"

আরও পড়ুন:

  1. একাধিক সুরা কোম্পানিতে আয়কর হানা, বাজেয়াপ্ত 300 কোটি টাকা!
  2. রাজ্যে প্রথম হয়ে দিল্লির লড়াইয়ে মালদার মেয়ে, 2 টাকায় দেশজয়ের স্বপ্নে উড়ান শুরু পাখির
  3. করণি সেনার সভাপতি খুনে সাসপেন্ড দুই পুলিশ অফিসার

ABOUT THE AUTHOR

...view details