স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে দিল দুষ্কৃতীরা ইম্ফল, 23 জুলাই: অগ্নিগর্ভ মণিপুর ৷ হিংসা বিধ্বস্ত রাজ্য থেকে একের পর এক হৃদয়বিদারক ঘটনা সামনে আসতে শুরু করেছে ৷ এবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত দেশের স্বাধীনতা সংগ্রামী চুরাচাঁদ সিংয়ের স্ত্রী সোরোখাইবামকে জীবন্ত পুড়িয়ে হত্য়া করা হল ৷ গত 28 মে 80 বছর বয়সি মহিলাকে তাঁর বাড়িতেই পুড়িয়ে মারা হয়েছিল, এমনটাই দাবি করেছে পুলিশ ৷
কাকচিন জেলায় সোরোখাইবাম ইবেতোম্বি নামে ওই মহিলাকে তাঁর বাড়ির ভিতরে তালাবন্ধ করে সশস্ত্র দুষ্কৃতীরা বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে দাবি সেরু থানার পুলিশ ৷ উল্লেখ্য, মৃত বৃদ্ধার স্বামী এস চুরাচাঁদ সিং আগেই প্রয়াত হয়েছেন ৷ তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী ৷ এমনকী তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম তাঁকে সম্মানিত করেছিলেন। তাঁর স্ত্রীকেই এবার পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ কাকচিং জেলার সেরু গ্রামে বৃদ্ধার বাড়ি থেকেই তাঁকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷
মণিপুর ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টার সোরোখাইবাম ইবেতোম্বির মর্মান্তিক মৃত্যুর দিকে সমাজের সব স্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। মণিপুর ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারের তরফে জানানো হয়েছে, "যখন বৃদ্ধ ও অসহায় ওই মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল তখন সহানুভূতির একটি শব্দও প্রকাশ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ কোনও রাজনৈতিক দলের নেতাই ৷ যদিও তাঁর স্বামী স্বাধীনতা সংগ্রামী হিসাবে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন ৷
ইতিমধ্যেই হিংসা জর্জরিত রাজ্য মণিপুর থেকে একাধিক ছবি, ভিডিয়ো প্রকাশ্যে আসতে শুরু করেছে ৷ সোশাল মিডিয়াতেও বিভিন্ন ভিডিয়ো ছড়িয়ে পড়ছে ৷ সম্প্রতি সামাজিক মাধ্য়মে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর পাশাপাশি তাঁদের উপর য়ৌন নির্যাতনের ভিডিয়ো ছড়িয়ে পড়ে ৷ যা নিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছে রাজনৈতিক দলগুলির পাশাপাশি সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা ৷ এরপর ফের মর্মান্তিক ঘটনা সামনে এল সেই মণিপুর থেকে ৷
আরও পড়ুন: সংসদেও 'সেন্সরশিপ' ! রেকর্ড থেকে 'মণিপুর' মুছে ফেলার অভিযোগ ডেরেকের
এর আগে, 45 বছর বয়সি একজন বিধবা এবং থিয়েনডাম ভাইফেই নামে দুই সন্তানের মা, তাঁর উপর যৌন নির্যাতনের পর গলা কেটে খুন করার অভিযোগ উঠেছিল ৷ 7 মে গোর্খা রেজিমেন্টের জওয়ানদের সঙ্গে পুলিশকে নিয়ে এক খ্রিস্টান যাজক তাঁর মৃতদেহ উদ্ধার করতে গেলে ফের সংঘর্ষ হয় ৷ তার আগেও 4 মে রাজ্যে জাতিগত হিংসার কারণে দু'জন মহিলাকে নগ্ন করে প্রকাশ্যে তাদের উপর যৌন নির্যাতন চালায় একদল যুবক ৷
গত 3 মে থেকে ইম্ফল উপত্যকায় কেন্দ্রীভূত সংখ্যাগরিষ্ঠ মেইটি সম্প্রদায় এবং পাহাড়ের উপজাতি কুকিদের মধ্যে জাতিগত সংঘর্ষ চলছেই ৷ মূলত তফসিলি উপজাতি (এসটি) মর্যাদার দাবির প্রতিবাদে পার্বত্য জেলাগুলিতে একটি 'উপজাতি সংহতি মার্চ' করে মেইটিরা ৷ এরপর থেকেই, রাজ্যে জাতিগত হিংসা চরম আকার ধারণ করে ৷ যার জেরে এখনও পর্যন্ত 160 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ৷