দ্বারভাঙা, 18 মে : করোনায় মৃত্যু হয়েছে স্বামীর ৷ সংক্রমণের ভয়ে তাই পরিবারের কেউই এগিয়ে আসেননি ৷ সেই কারণে বিহারের দ্বারভাঙায় স্বামীর মুখাগ্নি করে শেষকৃত্য সম্পন্ন করলেন স্ত্রী ৷
ওই মহিলার নাম মীনা দেবী ৷ তাঁর স্বামীর নাম হরিকান্ত রাই ৷ মীনা দেবী জানান, তাঁর স্বামী আস্থাজাম থেকে ফিরেছিলেন ৷ সেখান থেকে ফেরার পর তাঁর স্বামীর জ্বর হয় ৷ চারদিন বাড়িতে ছিলেন ৷ তার পর তাঁকে (স্বামীকে) ভর্তি করা হয় রোসাডার সরকারি হাসপাতালে ৷ সেখানেই ওই ব্যক্তির মৃত্যু হয় ৷