পুনে, 25 নভেম্বর: স্বামী জন্মদিন বা বিবাহ বার্ষিকীতে কোনও উপহার দেন না ৷ এতেই ক্ষোভ জন্মেছিল যুবতীর মনে ৷ সেই ক্ষোভ বিবাদের চেহারা নেয় ৷ বিবাদ চরমে ওঠায় রাগে ঘুষি মেরে স্বামীর নাকই ফাঁটিয়ে দিলেন স্ত্রী ৷ ঘটনায় নাকের হাড় ভেঙে মৃত্যু হয়েছে যুবকের ৷ মৃতের নাম নিখিল পুষ্পরাজ খান্না (36) ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর দেড়টায় পুনের ওয়ানওয়াদি এলাকায় ৷ পুলিশ অভিযুক্ত যুবতী রেণুকা খান্নাকে (38) গ্রেফতার করেছে ৷
জানা গিয়েছে, নিখিল পেশায় একজন ব্যবসায়ী ৷ নির্মাণ সামগ্রীর ব্যবসা ছিল তাঁর ৷ ছয় বছর আগে নিখিল ও অভিযুক্ত স্ত্রী রেণুকার প্রেম করে বিয়ে হয় । বিয়ের পর থেকেই নানাকারণে দৈনন্দিন জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেত থাকত ৷ শুক্রবার দুপুরে সেই পারিবারিক কলহ আরও বাড়ে ৷ ওইদিন নিখিলের বাবা-মা কাজে বেরিয়ে গেলে তাঁকে স্ত্রী রেণুকা বলেন, "জন্মদিনের উপহার দাওনি কেন? বিবাদ বার্ষিকীতে উপহার দাওনি কেন?" এই বিবাদের জেরে স্বামী নিখিলের নাকে ঘুষি মারেন রেণুকা । তাতে নিখিলে গুরুতর জখম হন ৷ তাঁর নাকের হাড় ভেঙে যায় ৷ এরপর নিখিলকে সসুন হাসপাতালে নিয়ে যাওয়া হয় । নিখিলের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক ।