বালাসোর, 4 নভেম্বর:এমন ঘটনাকে হৃদয় বিদারক বললেও বোধহয় পুরোটা বলা হয় না! স্বামীর মৃত্যুর পর শ্রাদ্ধানুষ্ঠান করতে গ্রামবাসীর দরজায় দরজায় ঘুরতে হল স্ত্রী-কে ৷ ঘটনার কথা জানতে পেরেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসন। স্ত্রীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অতিরিক্ত জেলাশসাক সুধাকর নায়েক ও এলাকার বিডিও মোহিনী নায়েক ৷ তাঁদের সহায়তায় রেড ক্রস সোশাইটির পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে ৷ এমনই ঘটনার সাক্ষী ওড়িশার বালাসোর এলাকার বাস্তা ব্লকের তাদাদা পঞ্চায়েত এলাকার সাসান গ্রাম ৷
জানা গিয়েছে, 21 অক্টোবর ওই মহিলার স্বামীর ঘুমের মধ্যেই মৃত্যু হয় ৷ তিনি ছিলেন পরিবারের এক মাত্র রোজগেরে ৷ পরিবারে স্ত্রী ছাড়াও আছে দুই সন্তান- এগারো বছররে মেয়ে এবং তিন বছররে ছেলে। স্বামীর মৃত্যুর পর প্রায় অনাহারে দিন কাটছিল তিনজনের। দুই সন্তানকে দু'বেলা কী খেতে দেবেন সেটাই বুঝে উঠতে পারছিলেন না অসহায় মা। দিন কাটছিল এই অনিশ্চয়তা নিয়েই।