পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Businessman Murder in Mumbai: প্রেমিককে সঙ্গে নিয়ে বিষ প্রয়োগে স্বামীকে হত্যা, গ্রেফতার 2 - বিবাহ বহির্ভূত সম্পর্ক

গত 19 সেপ্টেম্বর মুম্বইয়ের (Mumbai) সান্তাক্রুজের এক ব্যবসায়ী কমলকান্ত শাহের মৃত্যু হয় ৷ তাঁকে ধীরে ধীরে বিষ প্রয়োগ স্ত্রী খুন করেছেন বলে অভিযোগ (Businessman Murder in Mumbai) ৷ ষড়যন্ত্রে স্ত্রীর প্রেমিকও জড়িত বলে অভিযোগ উঠেছে ৷ দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ (Police Arrested Two Accused) ৷

Wife and paramour kill Mumbai businessman by slow poisoning
Businessman Murder in Mumbai: প্রেমিককে সঙ্গে নিয়ে বিষ প্রয়োগে স্বামীকে হত্যা, গ্রেফতার 2

By

Published : Dec 3, 2022, 3:23 PM IST

মুম্বই, 3 ডিসেম্বর: স্বামীকে খুনের অভিযোগে এক মহিলাকে শুক্রবার গ্রেফতার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ (Mumbai Crime Branch) ৷ গ্রেফতার করা হয়েছে ওই মহিলার প্রেমিককে ৷ পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম - কবিতা শাহ ও হিতেশ জৈন ৷ নিহতের নাম কমলকান্ত শাহ ৷ বছর 45-এর এই ব্যক্তিকে বিষ খাইয়ে আড়াই মাস আগে খুন করা হয়েছে বলে অভিযোগ (Businessman Murder in Mumbai) ৷

মুম্বইয়ের (Mumbai) সান্তাক্রুজ পশ্চিমের বাসিন্দা কমলকান্ত শাহ 2002 সালে কবিতাকে বিয়ে করেছিলেন ৷ হিতেশ কমলকান্তের বন্ধু ৷ দু’জনেই পোশাকের ব্যবসায়ের সঙ্গে যুক্ত ৷ পুলিশের দাবি, সেই সূত্রেই কবিতার সঙ্গে হিতেশের পরিচয় ৷ তার পর দু’জনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় (Extra Marital Affair) ৷ প্রায় এক দশক ধরে সেই সম্পর্ক চলছে ৷ এই নিয়ে কমলকান্তের সঙ্গে প্রায়ই ঝামেলা হত কবিতার ৷

পুলিশের দাবি, 2022 সালে কমলকান্তের মায়ের মৃত্যু হয় ৷ তার পর হিতেশ ও কবিতা তাঁকে খুন করে সম্পত্তি হাতানোর ছক কষেন ৷ সেই মতো দীর্ঘদিন ধরে তাঁর খাবারে আর্সেনিক মেশানো হচ্ছিল ৷ ফলে তিনি ক্রমশ অসুস্থ হয়ে পড়ছিলেন ৷ অসুস্থতার জেরে তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয় ৷

পুলিশ জানিয়েছে, গত 27 অগস্ট তিনি আন্ধেরির একটি হাসপাতালে ভর্তি হন ৷ শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে সেপ্টেম্বরের তিন তারিখে বম্বে হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ গত 19 সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয় ৷

মেডিক্যাল রিপোর্টে উল্লেখ করা হয় যে কমলকান্তের শরীরে আর্সেনিক ও থালিয়ামের নমুনা পাওয়া গিয়েছে ৷ বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ পুলিশের কাছে মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেন কমলকান্তের বোন কবিতা লালওয়ানিও ৷ পরে পুলিশ তদন্তে খুনের (Murder) বিষয়টি সামনে আসে ৷ তার পর পুলিশ ওই দু‘জনকে গ্রেফতার করে (Police Arrested Two Accused) ৷

কমলকান্ত ও কবিতার দুই সন্তান রয়েছে ৷ মেয়ের বয়স 20 বছর ৷ আর ছেলের বয়স 17 বছর ৷

আরও পড়ুন:ফাঁকা শ্রেণিকক্ষে সহপাঠীকে যৌন নির্যাতন ! দুই ছাত্রের ঠাঁই হল হোমে

ABOUT THE AUTHOR

...view details