পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Haryana Domestic Violence: কন্যা সন্তানের জন্ম দেওয়ায় হাসপাতালেই স্ত্রীকে দিয়ে স্বামীর পা চাটানোর অভিযোগ ! - গৃহবধূর উপর অত্যাচার

বিয়ের সময় পাত্রীর বাবা পাত্রপক্ষকে 50 লক্ষ টাকা পণ দেয় ৷ তাতে মন ভরেনি শ্বশুর-শাশুড়ি, স্বামীরও ৷ এরপর কন্যা সন্তানের জন্ম দেন বধূ ৷ এই ঘটনায় বধূর উপর অত্যাচার তুঙ্গে ওঠে (Haryana Domestic Violence) ৷

Haryana House Wife Domestic Torture
হরিয়ানায় গৃহবধূর উপর অত্যাচার

By

Published : Jul 29, 2022, 10:08 AM IST

পানিপথ, 29 জুলাই:কন্যাসন্তানের জন্ম দেওয়ার 'অপরাধে' স্বামীর পা চাটতে বাধ্য হলেন স্ত্রী ৷ তাঁকে এই কাজ করতে বাধ্য করেছেন শ্বশুর-শাশুড়ি ৷ এমনটাই অভিযোগ উঠেছে হরিয়ানার পানিপথে ৷ উঠেছে পণের কারণে ওই গৃহবধূর উপর অত্যাচার চালানোর অভিযোগও ৷ (Panipat Wife alleges of licking her husband feet as she gives birth to a daughter in Haryana) ৷

নিগৃহীত গৃহবধূ পানিপথের বাসিন্দা ৷ তিনি তাঁর শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে চাঁদনি বাগ পুলিশ স্টেশনে গুরুতর অভিযোগ দায়ের করেছেন ৷ 2017-এর 7 ডিসেম্বর উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা দিব্যাংশের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয় ৷ তাঁর অভিযোগ, বাবা বিয়ের সময় 50 লক্ষ টাকা পণ দিয়েছিলেন স্বামীকে ৷ কিন্তু তাতেও খুশি হননি তাঁর শ্বশুর-শাশুড়ি ৷

বিয়ের 20 দিন যেতে না যেতেই নববিবাহিত বধূর শ্বশুর-শাশুড়ি ও স্বামী অত্যাচার চালাতে শুরু করে ৷ নির্যাতিতা জানান, তিনি কন্যা সন্তানের জন্ম দেওয়ায় হাসপাতালের ভিতরেই তাঁকে গালিগালাজ করতে থাকেন শ্বশুর বাড়ির লোকেরা ৷ মেয়ে জন্ম দেওয়ার শাস্তিস্বরূপ জোরজবরদস্তি স্বামীর পা চাটানো হয় তাঁকে দিয়ে ৷ শুধু এতেই শেষ নয়, তাঁর বাবার কাছ থেকে 15 লক্ষ টাকার গাড়ি এনে দেওয়ার দাবি জানায় শ্বশুর-শাশুড়ি ৷ গাড়ি না পেলে তারা ওই বধূকে স্বামীর সঙ্গে থাকতে দেবে না বলেও হুমকি দেয় ৷

আরও পড়ুন: আদায় হয়নি পণের টাকা, স্ত্রী'র গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে গ্রেফতার স্বামী

নির্যাতিতা বধূ পানিপথের চাঁদনি বাগ থানায় স্বামী দিব্যাংশ গুপ্তা, শ্বশুর নগীন গুপ্তা, শাশুড়িু প্রমীলা গুপ্তা এবং ননদ নূপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 323, 354A, 406, 506, 498A এবং 34 ধারায় মামলা দায়ের করেছে ৷ পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে ৷ অভিযুক্তদের খুব শিগগিরি গ্রেফতার করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details