পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gets Angry: সবসময় বিজেপি যা বলে তাই বলেন কেন, সাংবাদিকদের প্রশ্নে রেগে লাল রাহুল গান্ধি

বিজেপির অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে রেগে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ কর্ণাটক বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি বৈঠকে যোগ দিতে এদিন কংগ্রেসের সদর দফতরে আসেন প্রাক্তন সভাপতি।

Rahul Gandhi
রাহুল গান্ধি

By

Published : Apr 4, 2023, 1:55 PM IST

নয়াদিল্লি, 4 এপ্রিল: মেজাজ হারালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ মঙ্গলবার বিজেপির তোলা অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে রেগে যান রাহুল ৷ কংগ্রেস বিচার ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করছে এবং আদানি ইস্যুতে কেন্দ্রকে বাববার আক্রমণ করছে বলে বিজেপির দাবি । এই প্রসঙ্গে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয় ৷ আর তা শুনেই উত্তেজিত হয়ে ওঠেন রাহুল ৷ প্রাক্তন এই সাংসদ কর্ণাটক বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের নামের পরবর্তী তালিকা পেশের আগে বৈঠকের জন্য দিল্লির দলীয় দফতরে আসেন এদিন।

এআইসিসি সদর দফতরে পৌঁছনোর আগে রাহুলকে কংগ্রেসের বিচারব্যবস্থার উপর চাপ সৃষ্টি নিয়ে বিজেপির তোলা অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় ৷ উত্তরে তিনি বলেন, "আপনারা সবসময় বিজেপি যা বলছে তা কেন বলেন? প্রতিবারই আপনারা সেইসব কথা বলেন যা বিজেপি বলছে ৷" অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, "একটা কথা খুবই সহজ । আদানির শেল কোম্পানিতে থাকা 20 হাজার কোটি টাকা কার? এগুলো বেনামি। কার সেগুলি?" রাহুলের সঙ্গে ডিকে শিবকুমার, ভেরাপ্পা মইলি, রণদীপ সুরজেওয়ালা, ডিকে সুরেশ, প্রিয়াঙ্ক খাড়গে এবং মহসিনা কিদওয়াই-এর মতো দলের একাধিক নেতাও এআইসিসি সদর দফতরে পৌঁছন এদিন । কর্ণাটকে নির্বাচন 10 মে ৷ 13 মে ভোট গণনা ৷

প্রসঙ্গত, কংগ্রেসের বিরুদ্ধে বিচার বিভাগের উপর চাপ সৃষ্টি করার অভিযোগ তুলেছে বিজেপি ৷ দলের নেতাদের সঙ্গে নিয়ে সুরাতের আদালতে গিয়ে বিজেপির আক্রমণের মুখে পড়েছেন রাহুল ৷ তারপরই মঙ্গলবার রাহুল মন্তব্য করলেন এই বিষয়ে ৷ এর আগে সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং দলের বেশ কয়েকজন প্রবীণ নেতা তাঁর "মোদি পদবি" মন্তব্যের জন্য একটি ফৌজদারি মানহানির মামলায় 23 মার্চ দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে আপিল করতে গুজরাত আদালতে গিয়েছিলেন । তাঁদের সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধিও । তাঁর সঙ্গে রাজস্থান, ছত্তিশগড় ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরাও আদালতে আসেন ।

আরও পড়ুন:'মোদি পদবি' মামলায় জামিনের মেয়াদ বাড়ল রাহুলের, পরবর্তী শুনানি 13 এপ্রিল

ABOUT THE AUTHOR

...view details