পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Luizinho Faleiro : গোয়ায় জয় অনিশ্চিত বলেই কি লুইজিনহোকে রাজ্যসভায় পাঠাল তৃণমূল ? - রাজ্যসভা নির্বাচন

গোয়ায় তৃণমূলের মুখ লুইজিনহো ফালেইরো ৷ অথচ বাংলা থেকে তাঁকে রাজ্যসভার প্রার্থী করেছে দল ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, গোয়া ভোটে তৃণমূলের জয় নিশ্চিত নয় ৷ তাই ভোটের ফলের জন্য অপেক্ষা না করেই গোয়ায় তৃণমূলের প্রধান ভরসা লুইজিনহোকে যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই কারণেই তাঁকে রাজ্যসভার প্রার্থী করা হয়েছে ৷

why tmc wants to send Luizinho Faleiro to Rajya Sabha as a representative of west bengal
Luizinho Faleiro : গোয়ায় জয় অনিশ্চিত বলেই কি লুইজিনহোকে রাজ্যসভায় পাঠাল তৃণমূল ?

By

Published : Nov 15, 2021, 7:39 PM IST

কলকাতা, 15 নভেম্বর :সোমবার রাজ্যসভার শূন্য আসনে মনোনয়ন জমা দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro) ৷ রাজ্যসভায় অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে ভোট হবে আগামী 29 নভেম্বর ৷ ওই আসনেই তৃণমূলের প্রার্থী গোয়ার সাতবারের কংগ্রেস বিধায়ক লুইজিনহো ৷ কথা ছিল, মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেবেন তিনি ৷ কিন্তু, ব্যক্তিগত কাজ থাকায় সোমবারই রাজ্যে আসেন লুইজিনহো এবং রাজ্যসভার নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করেন ৷ খুব সম্ভবত, বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিততে চলেছেন তিনি ৷

আরও পড়ুন :Luizinho Faleiro : রাজ্যসভার শূন্য আসনে গোয়ার লুইজিনহো ফেলেইরোর নাম ঘোষণা তৃণমূলের

অন্যদিকে, গোয়াতেও বিধানসভা ভোট আসন্ন ৷ সেখানে তৃণমূলের অন্যতম প্রধান মুখ লুইজিনহো ফালেইরো ৷ অথচ তাঁকে বাংলা থেকে রাজ্যসভার প্রার্থী করা হল ৷ প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে তড়িঘড়ি লুইজিনহোকে কেন বাংলার প্রতিনিধি হিসাবে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ? এর পিছনের রাজনীতির একাধিক অঙ্ক দেখতে পাচ্ছন বিশেষজ্ঞরা ৷

ওয়াকিবহাল মহলের একাংশের মতে, গোয়া নির্বাচনের আগে সেখানকার রাজনীতিতে আত্মপ্রকাশ করে হইচই তৈরি করা আর মানুষের ভোটে জিতে সরকার গঠন, মোটেই এক জিনিস নয় ৷ বাংলার শাসন ক্ষমতায় হ্যাটট্রিক করেও সেই সাফল্য পাথেয় করে তৃণমূল যে গোয়াতেও সফল হবে তার কোনও নিশ্চয়তা নেই ৷ অথচ, কংগ্রেসের মতো জাতীয় দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন লুইজিনহো ৷ গোয়ার বিধানসভা নির্বাচনে তৃণমূল ভাল ফল করলে লুইজিনহো যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, তা বলার অপেক্ষা রাখে না ৷ কিন্তু, যদি তেমনটা না হয় ? তাই লুইজিনহোকে সন্তুষ্ট করতে আগেভাগেই তাঁকে রাজ্যসভায় নিয়ে গেলেন মমতা ৷

প্রশ্ন উঠছে, তাহলে কি গোয়ায় কি আদৌ দলীয় সংগঠনের উপর ভরসা রাখতে পারছে না তৃণমূল ? নাকি বিধানসভা নির্বাচনের আগেই হার স্বীকার করে নিচ্ছে তারা ? বিষটির এত সরলীকরণেও আপত্তি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের ৷ তাঁদের বক্তব্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা শুধুমাত্র গোয়া বা ত্রিপুরা নিয়ে ভাবছেন না ৷ তাঁর লক্ষ্য অনেক দূর ৷ দিল্লির মসনদ দখল করতে জাতীয় নেত্রী হয়ে ওঠার চেষ্টা করছেন মমতা ৷ আর সেই কারণেই সুস্মিতা দেব, লুইজিনহো ফালেইরোর মতো বাংলার বাইরের কিন্তু জাতীয় স্তরে পরিচিত নেতানেত্রীদের ‘যোগ্য সম্মান’ পাইয়ে দিচ্ছেন তিনি ৷ যাতে তাঁরা সকলেই বোঝেন, প্রাদেশিকতা মমতার বৈশিষ্ট্য় নয় ৷ বরং প্রকৃত অর্থেই ‘ভারতের মেয়ে’ হয়ে ওঠার যোগ্য ‘বাংলার মেয়ে’ ৷ স্বাভাবিকভাবেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের এই অবস্থানে আপ্লুত লুইজিনহো, সুস্মিতারা ৷

এই বিষয়ে কথা বলার জন্য ইটিভি ভারতের তরফে প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ তিনি বলেন, ‘‘শুধুমাত্র ভালবাসা থেকে রাজনীতিতে কেউ দলবদল করেন না ৷ আমার ধারণা, তৃণমূলের সঙ্গে লুইজিনহোর নির্ঘাৎ কোনও রফা হয়েছে ৷ আমার অনুমান, গোয়ায় তৃণমূল কংগ্রেস যে এককভাবে সরকার গঠনের মতো অবস্থায় নেই, সে কথা ভালই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এক্ষেত্রে যদি লুইজিনহোর সঙ্গে আসা কোনও ব্যক্তি তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে ভোটে জিতে যান, কিন্তু সরকার গঠন অন্য দল করে, তাহলে সেই প্রার্থীও পরে সংখ্যাগুরু রাজনৈতিক শক্তির সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন ৷ তৃণমূল ছেড়ে সেই দলে যোগ দিতে পারেন তিনি ৷ কিন্তু, তাঁদের নেতাকে আগেভাগেই রাজ্যসভায় জায়গা দিয়ে সেই সম্ভাবনা রোধ করার চেষ্টা করেছেন তৃণমূল সুপ্রিমো ৷’’

আরও পড়ুন :Luizinho Faleiro joins TMC : কংগ্রেস পরিবারকে এক করে বিজেপিকে হারাব, তৃণমূলে যোগ দিয়ে লক্ষ্য স্থির ফালেইরোর

প্রশ্ন উঠছে, তাহলে গোয়ায় তৃণমূলের ভবিষ্যৎ কী ? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার রাজাগোপাল ধরচক্রবর্তী মনে করেন, সেটা এখনই বলা সম্ভব নয় ৷ তবে মনে রাখতে হবে, এর আগেও গোয়ায় ভোটে লড়েছিল তৃণমূল ৷ ফল হয়েছিল শোচনীয় ৷ এবারের পরিস্থিতি আলাদা হলেও ফলাফল একেবারে উল্টো হবে, এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই ৷ ইদানীংকালে জাতীয় সংবাদমাধ্যমগুলি কংগ্রেসকে একটি দুর্বল রাজনৈতিক শক্তি হিসাবেই তুলে ধরেছে ৷ তাই গোয়ায় কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের মনোবল বাড়াতেই তাঁদের নেতা লুইজিনহোকে রাজ্যসভায় পাঠিয়ে থাকতে পারেন মমতা ৷ তবে তাতে ইভিএমে তৃণমূলের কোনও লাভ হবে কিনা, তার উত্তর দেবে সময় ৷

ABOUT THE AUTHOR

...view details