দিল্লি, 6 জানুয়ারি : রাষ্ট্রপতি থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিকথার চতুর্থ অংশ প্রকাশিত হল মঙ্গলবার। সেখানে প্রয়াত প্রণববাবু কংগ্রেস সম্পর্কে অনেক বিস্ফোরক ও তিক্ত তথ্য সামনে এনেছেন। বইয়ে 2014 সালের লোকসভা নির্বাচনে কেন কংগ্রেসকে হারতে হল সেই প্রসঙ্গ রয়েছে। প্রণব মুখোপাধ্যায় সেখানে লিখেছেন, ইউপিএ-2 সরকারে প্রতিভাবান নেতার অভাব ছিল। তাই ওই সরকার গড়পড়তা হয়ে গিয়েছিল।
2014 সালের লোকসভা নির্বাচনে সরকার গঠনে সুস্পষ্ট ফলাফল আসায় খুশি হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। কিন্তু, প্রয়াত এই নেতা সেই সময় কংগ্রেসের পারফরম্যান্সে হতাশ হন। তিনি লিখেছেন, "কংগ্রেস মাত্র 44টি আসন পেয়েছে, এটা বিশ্বাস করা খুব কঠিন ছিল। কংগ্রেস একটি জাতীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানুষের সঙ্গে জড়িত রয়েছে। প্রতিটি চিন্তাশীল ব্যক্তিই কংগ্রেসের ভবিষ্যৎ সম্পর্কে ভাবে।"
প্রয়াত প্রণববাবুর মতে, কংগ্রেসে এমন কোনও নেতা ছিলেন না যিনি ভোটারদের আকৃষ্ট করতে পারেন। নেহরুর মতো দক্ষ নেতার যে এখন কংগ্রেসে অভাব, তা-ও ওই বইয়ের মাধ্যমে ব্যক্ত করে গিয়েছেন প্রণব মুখোপাধ্যায়। এমনকী, রাষ্ট্রপতি না হয়ে তিনি যদি কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকতেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ইউপিএ সরকার ছেড়ে বেরিয়ে যেতে দিতেন না বলেও ওই বইয়ে লিখে গিয়েছেন প্রণববাবু।