লখনউ, 17 মার্চ: 'কাশ্মীর ফাইলস'-এর মতো একটি ছবি যদি তৈরি হতে পারে, তাহলে অক্টোবর 2021-এর লখিমপুর খেরি হিংসা (Akhilesh Yadav on The Kashmir Files) নিয়েও একটি ফিল্ম হওয়া উচিত, লখিমপুর ফাইলস ৷ বিজেপিকে নিশানা করে এ কথা বললেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব (Why not Lakhimpur Files now asks Akhilesh)৷
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস মুক্তি পায় 11 মার্চ ৷ 1990-এর দশকে কাশ্মীরী হিন্দুদের ভূস্বর্গ ছেড়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে ৷ মুক্তির পরের দিন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, তাঁর স্ত্রী ও অভিনেত্রী পল্লবী যোশি এবং প্রযোজক অভিষেক-সহ ফিল্মের গোটা টিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ৷ এই ছবির ভূয়সী প্রশংসা করে কুশীলবদের অভিনন্দন জানান নমো (The Kashmir Files declared tax free in Uttar Pradesh) ৷ বিজেপির সংসদীয় দলের বৈঠকে দলের নেতা-কর্মীদের এই ছবি দেখার পরামর্শ দেন মোদি ৷ দ্য কাশ্মীর ফাইলসকে করমুক্ত করেছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরা, কর্নাটক ও গোয়া ৷
বুধবার সীতাপুরের (Lakhimpur Files) একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের এই ফিল্ম নিয়ে এক প্রশ্নের জবাবে অখিলেশ বিজেপিকে কটাক্ষ করে বলেন, "আপনাদের সীতাপুর তো লখিমপুর খেরির প্রতিবেশী জেলা ৷ কাশ্মীরের উপর যদি মুভি হয়ে থাকে, তাহলে লখিমপুর খেরির ঘটনা নিয়েও একটি ফিল্ম হওয়া উচিত ৷"