মুম্বই, 29 অক্টোবর :প্রমোদতরীতে মাদক উদ্ধারের ঘটনায় নতুন প্রশ্ন তুললেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্র মন্ত্রিসভার অন্যতম সদস্য নবাব মালিক (Nawab Malik) ৷ শুক্রবার তিনি বলেন, ‘‘গত 2 অক্টোবর মুম্বই উপকূলে ওই প্রমোদতরীতে রেভ পার্টির আয়োজন করেছিলেন কাশিফ খান (Kashiff Khan) ৷ তিনি একটি নামজাদা টিভি চ্যানেলের উচ্চপদস্থ কর্তা ৷ অথচ এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি ৷’’ নবাবের প্রশ্ন, যাঁর পার্টিতে এত কাণ্ড ঘটে গেল, তাঁর বিরুদ্ধে এখনও কেন কোনও ব্যবস্থা নিল না এনসিবি ?
আরও পড়ুন :Sameer Wankhede : জন্মসূত্রে হিন্দু সমীর কোনও দিনই ধর্ম পরিবর্তন করেননি, দাবি স্ত্রী ক্রান্তির
নবাব মালিকের অভিযোগ, কাশিফ খান আসলে সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বন্ধু ৷ সেই কারণেই কাশিফকে ছেড়ে দেন এনসিবি-র (Narcotics Control Bureau) আঞ্চলিক অধিকর্তা ৷ সাংবাদিক সম্মেলনে নবাব বলেন, ‘‘মাস খানেক আগে এক নিরাপরাধ তরুণের গ্রেফতারির পিছনে থাকা এক ব্যক্তি (কিরণ গোসাভি) এখন কারাগারে বন্দি ৷ আর যিনি এই গোটা ঘটনার নেতৃত্বে ছিলেন (সমীর ওয়াংখেড়ে), তিনি এখন আদালতে ছুটছেন ৷’’ তাঁর দাবি, মুম্বই পুলিশ যে তদন্ত করছে, তা যেন অবিলম্বে সিবিআই বা এনআইএ-র হাতে তুলে দেওয়া হয় ৷’’