কলকাতা, 28 ডিসেম্বর : মাত্র তিনদিন আগে পাকিস্তানের জন্মদাতা মহম্মদ আলি জিন্নার 145তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে (Muhammad Ali Jinnah 145th Birth Anniversary) । পরবর্তীকালে জাতিভিত্তিক রাজনীতির পথ অবলম্বন করলেও, জিন্না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে চিরকালই ছিলেন শ্রদ্ধাশীল (Jinnah always gave respect to Surendranath Banerjee) । নিজের বহু লেখায় বা ভাষণে জিন্না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সখ্যতার কথা উল্লেখ করেছেন এবং দ্ব্যর্থহীন ভাষায় স্বীকার করেছেন যে, কেমন করে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চিন্তনবোধ তাঁর নিজস্ব চিন্তাভাবনাকে প্রভাবিত করেছিল ।
কিন্তু সম্পূর্ণ বিপরীত রাজনৈতিক মেরুতে হেঁটেও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রতি জিন্নার এই শ্রদ্ধাশীল মনোভাব কেন (why jinnah always gave respect to surendranath banerjee)? এই ব্যাপারে ইটিভি ভারত কথা বলে কয়েকজন ইতিহাসবিদের সঙ্গে । তাঁদের বক্তব্য যে মূল কারণ ছিল দু’টো । এক স্বাধীনতাপূর্ব জাতীয় কংগ্রেসের (Indian National Congress) রাজনীতিতে জিন্না এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দু’জনেই ছিলেন বহুলাংশে উপেক্ষিত এবং এই উপেক্ষাই দু’জনকে কাছাকাছি এনে দিয়েছিল । দ্বিতীয় কারণ হচ্ছে যে, জিন্না জাতিভিত্তিক রাজনীতির পথে হাঁটলেও প্রকৃতপক্ষে তিনি ছিলেন উদারপন্থী গণতন্ত্রবোধের প্রতি শ্রদ্ধাশীল ৷ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর শ্রদ্ধাশীল হওয়ার এটাও আর একটা কারণ ৷
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক আশিস দাস ইটিভি ভারতকে বলেন, ‘‘স্বাধীনতাপূর্ব জাতীয় কংগ্রেসের রাজনীতিতে জিন্না এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দু’জনেই ছিলেন বহুলাংশে উপেক্ষিত । সুতরাং এটা নিশ্চিন্তে বলা যায় যে, উপেক্ষাই জিন্না এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে অনেক কাছাকাছি এনেছিল, যেখানে দু‘জনেই একে অপরের সঙ্গে ভাব এবং চিন্তার আদানপ্রদান করতে পারতেন ।’’