মুম্বই, 2 জুন: ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগীদের আন্দোলনকে কার্যত বলপ্রয়োগ করে দমন করেছে দিল্লি পুলিশ ৷ এই ইস্যুতে জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছেন ৷ তাঁদের সমর্থন করেছেন, নীরজ চোপড়া, ইরফান পাঠান এবং অনীল কুম্বলের মতো তারকা ক্রীড়াবিদরা ৷ কিন্তু, ক্রীড়াবিদের উপর সেই পুলিশি অত্যাচারের বিরুদ্ধে একটিও শব্দ খরচ করেননি ‘ভারতরত্ন’ সচিন তেন্ডুলকর ৷ তাই এবার ভারতরত্নকে সরাসরি সেই প্রশ্ন করল মুম্বই যুব কংগ্রেস ৷
সচিনের মুম্বইয়ের বাড়ির সামনে একটি বড় ব্যানার লাগানো হয়েছে ৷ সেখানে প্রশ্ন করা হয়েছে, ‘‘আপনি কেন চুপ কুস্তিগীরদের এই আন্দোলন নিয়ে ?’’ মুম্বই যুব কংগ্রেসের ওই ব্যানারে লেখা হয়েছে, ‘‘সচিন তেন্ডুলকর, আপনি একজন ‘ভারতরত্ন’ ৷ একজন প্রাক্তন সাংসদ এবং সর্বপরী ক্রিকেট কিংবদন্তী ৷ কিন্তু, কুস্তিগীররা কোচদের বিরুদ্ধে যে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন, তা নিয়ে আপনি চুপ কেন ? এই কোচদের বিরুদ্ধে বছরের পর বছর তরুণ মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন ও হেনস্থার অভিযোগ উঠেছে ৷ আপনার কথার গুরুত্ব আছে ৷ আপনি সেটাকে এই মেয়েগুলোকে সাহায্য করতে ব্যবহার করুন ৷ দয়া করে সুবিচারের দাবিতে আওয়াজ তুলুন ৷’’
আরও পড়ুন:5 জুন ব্রিজভূষণের জনসভার আবেদন খারিজ অযোধ্যা প্রশাসনের