পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্ট্য়ালিন-কন্যার বাড়িতে আয়কর হানা নিয়ে কটাক্ষ পালানিস্বামীর

সম্প্রতি ডিএমকে প্রধান এমকে স্ট্য়ালিনের মেয়ে সেন্থামারাই স্ট্য়ালিনের চেন্নাইয়ের বাড়িতে অভিযান চালায় আয়কর বিভাগ ৷ যার প্রতিবাদে সোচ্চার হয়েছে ডিএমকে ৷ তাদের এই অবস্থানকে কটাক্ষ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী ৷ তাঁর প্রশ্ন, বিষয়টি নিয়ে কেন এত হইচই করছে ডিএমকে ? কারও যদি লুকোনোর মতো কিছু না থাকে, তাহলে তাঁর ভয় পাওয়ারও কোনও কারণ নেই ৷

Why DMK Making Issue On Income Tax Raids, Asks Chief Minister Palaniswami
স্ট্য়ালিন-কন্যার বাড়িতে আয়কর হানা নিয়ে কটাক্ষ পালানিস্বামীর

By

Published : Apr 4, 2021, 3:21 PM IST

চেন্নাই, 4 এপ্রিল : ডিএমকে প্রধান এমকে স্ট্য়ালিনের মেয়ে সেন্থামারাই স্ট্য়ালিনের চেন্নাইয়ের বাড়িতে আয়কর বিভাগের তল্লাশি নিয়ে মুখ খুললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী ৷ ডিএমকে নেতাদের প্রতি তাঁর প্রশ্ন, বিষয়টি নিয়ে কেন এত হইচই করা হচ্ছে ? মুখ্যমন্ত্রীর কটাক্ষ, কারও যদি লুকোনোর মতো কিছু না থাকে, তাহলে তাঁর ভয় পাওয়ারও কোনও কারণ নেই ৷ পালানিস্বামীর বক্তব্য়, ‘‘এআইএডিএমকেরও বহু নেতা, মন্ত্রীর বাড়িতে আয়কর অভিযান হয়েছে ৷ কিন্তু আমরা তো এ নিয়ে কোনও কথা বলছি না ৷’’ তবে মুখ্যমন্ত্রী মুখে একথা বললেও গত শনিবার দলের নেতা ও মন্ত্রীদের বাড়িতে তল্লাশির প্রতিবাদ জানিয়ে শনিবারই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে এআইএডিএমকে ৷ তাদের অভিযোগ, এই ধরনের পদক্ষেপ একেবারেই অনভিপ্রেত এবং কংগ্রেস ও ডিএমকে-র প্ররোচনাতেই এসব করা হচ্ছে ৷

প্রসঙ্গত, চলতি মাসেই ভোট হবে তামিলনাড়ু বিধানসভায় ৷ আগামী 6 এপ্রিল এক দফাতেই 234টি আসনে ভোটগ্রহণ করা হবে ৷ তার আগে নির্বাচনী প্রচারে চড়ছে রাজনীতির পারদ ৷ এমনই একটি নির্বাচনী জনসভায় বক্তব্য পেশ করার সময় সেন্থামারাই স্ট্য়ালিনের বাড়িতে আয়কর বিভাগের অভিযান নিয়ে মুখ খোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ পালানাস্বামী বলেন, ‘‘স্ট্য়ালিনের মেয়ের বাড়িতে আয়কর বিভাগের তল্লাশি নিয়ে বড় বেশি চেঁচামেঁচি করছে ডিএমকে ৷ তাঁর যদি কোনও কিছু লুকোনোর না থাকে, তাহলে তো ভয় পাওয়ারও কোনও কারণ নেই ৷’’

আরও পড়ুন :ডাস্টবিন প্রতীককে জেতালেই চাঁদে ভ্রমণ !

অন্যদিকে ডিএমকের অভিযোগ, ভোট মরশুমে রাজনৈতিক ফায়দা তুলতেই স্ট্য়ালিনের মেয়েকে টার্গেট করছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার ৷ যদিও আয়কর বিভাগের দাবি, নির্বাচনের আবহে রাজনৈতিক কারণে কাকে, কোথায়, কত টাকা, কীভাবে দেওয়া হয়েছে সেসবের হদিশ পেতেই তল্লাশি চালানো হয়েছিল ৷

পালানিস্বামীর মতে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযান চালায় আয়কর দফতর ৷ কে কোন দলের তাতে কিছু যায় আসে না ৷ এই প্রসঙ্গে এআইএডিএমকের একাধিক নেতা, মন্ত্রীর বাড়িতেও আয়কর অভিযানের কথা উল্লেখ করেন তিনি ৷ জানান, তল্লাশি অভিযানের তালিকা থেকে রাজ্য়ের উচ্চশিক্ষা মন্ত্রী কেপি আনবালাগনও বাদ যাননি ৷ আয়কর আধিকারিকরা তাঁর বাড়িতেও পৌঁছে গিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details