হায়দরাবাদ, 6 মে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার ঘোষণা করেছে যে কোভিড-19 আর গ্লোবাল এমার্জেন্সি নয় ৷ ফলে এটি আর বিশ্বব্যাপী জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচিত হবে না । জেনে নিন এই ঘোষণার পিছনের কারণগুলি ৷ কেন কোভিভ-19'কে আর গ্লোবাল এমার্জেন্সি বলা যাবে না ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের সরকার করোনা অতিমারীর প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছে ৷ তা বিবেচনা করে এখন সংক্রমণের দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার দিকে মনোনিবেশ করা হবে ।
প্রসঙ্গত, 2019 সালের শেষের দিকে চিনের উহানে কোভিড-19 ভাইরাস প্রথম সনাক্ত করা হয়েছিল । 2020 সালের জানুয়ারি থেকে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে ৷ যার ফলে কোভিড-19'কে গ্লোবাল এমার্জেন্সি হিসেবে ঘোষণা করে । বিশ্বের প্রায় সকল দেশেই ছড়িয়ে পড়েছিল এই অতিমারি ৷ যার জেরে বিশ্বব্যাপী 50 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে ৷ ফলত এই পরিস্থিতিরে বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থায় বড়সড় উদ্বেগ সৃষ্টি। বেশ কয়েকটি দেশে স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে ৷
যে কোনও রোগকে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করার জন্য তিনটি শর্ত পূরণ করতে হয় ৷ প্রথমত, এটিকে একাধিক দেশে ছড়িয়ে পড়তে হবে ৷ দ্বিতীয়ত, এই রোগে অবশ্যই গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভরতি এবং মৃত্যুর মতো ঘটনা ঘটবে ৷ তৃতীয়ত, এটি অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থার উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে । কোভিড-19 অতিমারীর ক্ষেত্রে 2020 এবং 2021 উভয় বছরেই প্রথম ও দ্বিতীয় ওয়েভে এই তিনটি শর্তই পূরণ হয়েছিল ।