পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahua Moitra: পাপ্পু এখন কে, লোকসভায় মোদি সরকারকে কটাক্ষ মহুয়ার - নোটবন্দি

মঙ্গলবার লোকসভায় একাধিক বিষয় নিয়ে কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ কটাক্ষ করেছেন, পাপ্পু এখন কে ?

whos-the-pappu-now-tmc-mp-mahua-moitra-slams-modi-govt-in-ls
Mahua Moitra: পাপ্পু এখন কে, লোকসভায় মোদি সরকারকে কটাক্ষ মহুয়ার

By

Published : Dec 13, 2022, 8:31 PM IST

পাপ্পু এখন কে, লোকসভায় মোদি সরকারকে কটাক্ষ মহুয়ার

নয়াদিল্লি, 13 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) মঙ্গলবার লোকসভায় একাধিক বিষয় নিয়ে কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) সমালোচনা করেছেন ৷ কেন্দ্রের বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের অভিযোগ তুলেছেন ৷ কটাক্ষ করে বলেছেন, ‘‘পাপ্পু এখন কে ?"

পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের (Ministry of Statistics and Program Implementation) তরফে সম্প্রতি জাতীয় পরিসংখ্যান অফিস (National Statistical Office)-এর পরিসংখ্যান প্রকাশ করেছে ৷ সেই সংখ্যার উল্লেখ করে তিনি অভিযোগ করেন, শিল্পে নেতিবাচক বৃদ্ধির রেকর্ড হয়েছে ৷ উৎপাদন শিল্প সঙ্কুচিত হচ্ছে ৷ একই সঙ্গে তাঁর সংযোজন, এবছর প্রায় 2 লক্ষ লোক ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন ।

অন্যদিকে সংসদের নিম্নকক্ষে দাঁড়িয়ে তিনি কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহার নিয়ে ফের সরব হয়েছেন ৷ তিনি বলেছেন, ইডির হাতে রেকর্ড সংখ্যক মামলা রয়েছে ৷ তার পরও ইডি মাত্র 0.5 শতাংশ মামলায় দোষী সাব্যস্ত করতে পেরেছে অভিযুক্তদের ৷ তাঁর প্রশ্ন, "ইডির কাজ কি শুধুমাত্র মানুষকে হয়রানি করা? ফলাফল কোথায় ?"

একই সঙ্গে তাঁর অভিযোগ, নোটবন্দি (Demonetization) সত্ত্বেও জাল টাকার ব্যবহার বন্ধ হয়নি ৷ পরিবর্তে এটি দ্বিগুণ হয়েছে ৷ মহুয়ার কটাক্ষ, "নগদ এখনও রাজা ৷" তাঁর দাবি, নোটবন্দির ছ’বছর পেরিয়ে যাওয়ার পরও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো যায়নি ৷ পাশাপাশি সারের দাম নিয়েও সরব হয়েছেন তিনি ৷ মোদি সরকারকে গরিব বিরোধী বলেও আখ্যা দিয়েছেন ৷ গ্রামীণ এলাকায় বিএসএনএলের পরিষেবা বিনামূল্যে দেওয়ার দাবিও তিনি তুলেছেন ৷

সাম্প্রতিক বিধানসভা নির্বাচন নিয়েও তিনি বিজেপি (BJP) কটাক্ষ করেছেন ৷ টেনে এনেছেন হিমাচল প্রদেশে বিজেপির হারের বিষয়টি৷ তিনি নাম না করে বাবা রামদেবকে কটাক্ষ করেছেন ৷ রামদেবকে তিনি জরিবুটি বাবা বলে উল্লেখ করেছেন ৷ মহিলাদের পোশাক নিয়ে রামদেবের মন্তব্যের সমালোচনা করেন ৷ বিজেপি কেন এই নিয়ে নীরব, সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷ বলেছেন, "সঠিক থেকে ভুল বলার মতো নৈতিক স্বচ্ছতা আপনার নেই ।"

আরও পড়ুন:দেশজুড়ে একদলের সরকার চালানোর ইচ্ছা ? লোকসভায় বিজেপিকে খোঁচা মহুয়ার

ABOUT THE AUTHOR

...view details