নয়াদিল্লি, 13 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) মঙ্গলবার লোকসভায় একাধিক বিষয় নিয়ে কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) সমালোচনা করেছেন ৷ কেন্দ্রের বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের অভিযোগ তুলেছেন ৷ কটাক্ষ করে বলেছেন, ‘‘পাপ্পু এখন কে ?"
পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের (Ministry of Statistics and Program Implementation) তরফে সম্প্রতি জাতীয় পরিসংখ্যান অফিস (National Statistical Office)-এর পরিসংখ্যান প্রকাশ করেছে ৷ সেই সংখ্যার উল্লেখ করে তিনি অভিযোগ করেন, শিল্পে নেতিবাচক বৃদ্ধির রেকর্ড হয়েছে ৷ উৎপাদন শিল্প সঙ্কুচিত হচ্ছে ৷ একই সঙ্গে তাঁর সংযোজন, এবছর প্রায় 2 লক্ষ লোক ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন ।
অন্যদিকে সংসদের নিম্নকক্ষে দাঁড়িয়ে তিনি কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহার নিয়ে ফের সরব হয়েছেন ৷ তিনি বলেছেন, ইডির হাতে রেকর্ড সংখ্যক মামলা রয়েছে ৷ তার পরও ইডি মাত্র 0.5 শতাংশ মামলায় দোষী সাব্যস্ত করতে পেরেছে অভিযুক্তদের ৷ তাঁর প্রশ্ন, "ইডির কাজ কি শুধুমাত্র মানুষকে হয়রানি করা? ফলাফল কোথায় ?"