পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Next NCP Chief after Pawar: রাজি নন প্রফুল, পাওয়ারের পর কি তবে এনসিপি সভাপতি কন্যা সুপ্রিয়া ? - এনসিপি সভাপতি

শারদ পাওয়ার এনসিপি সভাপতি পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করার পর কে সেই পদে আসবেন, তা নিয়ে দিনভর আলোচনা চলল এনসিপি-র শীর্ষ নেতাদের ৷

Next NCP Chief after Pawar
সুপ্রিয়া সুলে প্রফুল প্যাটেল

By

Published : May 3, 2023, 7:29 PM IST

মুম্বই, 3 মে:শরদ পাওয়ার এনসিপি সভাপতি পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করায় পরবর্তী সভাপতি কে হবেন তা নিয়ে বুধবার দিনভর আলোচনা করলেন দলের শীর্ষ নেতারা ৷ এনসিপি নেতা ছগন ভুজবল বলেছেন, পাওয়ারের কন্যা তথা লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলে "জাতীয় ভূমিকা" পালনের জন্য আদর্শ ৷

বুধবার সকাল থেকেই শরদ পাওয়ারের সিলভার ওক বাসভবনে ভিড় শুরু করেন দলের শীর্ষ নেতারা । ভিড় বাড়তে থাকলে বৈঠকটি ওয়াইবি চ্যবন কেন্দ্রে স্থানান্তরিত হয় । প্রফুল প্যাটেল এবং সুপ্রিয়া সুলে এই পদের জন্য শীর্ষ প্রতিদ্বন্দ্বী, যদিও প্যাটেল বলেন যে, তিনি এই পদে আগ্রহী নন ৷ ফলে সুপ্রিয়া সুলেই নেতৃত্বে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে ৷ প্যাটেল বলেন, "আমি সভাপতির দায়িত্ব নিতে প্রস্তুত নই । আমি সভাপতি পদে আগ্রহী নই ।"

এই খবরটি এই গুজবেরও অবসান ঘটায় যে, শরদ পাওয়ারের ভাগ্নে অজিত পাওয়ার এই পদের জন্য এগিয়ে রয়েছেন । পুনের একজন এনসিপি কর্মী রক্ত দিয়ে একটি চিঠি লিখেছেন ৷ শরদ পাওয়ারকে তাঁর সিদ্ধান্ত প্রত্যাহার করার এবং তাঁকে ও অন্যান্য দলের কর্মীদের "অনাথ" না করার জন্য আবেদন করেন ওই কর্মী । মুম্বইয়ের যশবন্তরাও চ্যবন কেন্দ্রে যেখানে এনসিপি নেতারা আনুষ্ঠানিকভাবে আলোচনা করছিলেন সেখানে আজ উপস্থিত ছিলেন শরদ পাওয়ার, কিন্তু তিনি বৈঠকে যোগ দেননি ।

আলোচনার আগে, ভুজবল সাংবাদিকদের বলেন যে, তিনি মনে করেন সুপ্রিয়া সুলে "জাতীয় ভূমিকা" নেওয়ার জন্য আদর্শ ৷ কারণ তাঁর সমস্যাগুলি সম্পর্কে ভালো ধারণা রয়েছে ৷ ভুজবল বলেন, "তিনি একজন সংসদ সদস্য হিসাবে ভালো কাজ করছেন । তাই নতুন (এনসিপি) সভাপতির সিদ্ধান্ত নিতে কোনও সমস্যা হবে না । অজিত পাওয়ারকে রাজ্যের (মহারাষ্ট্র) দায়িত্ব সামলাতে হবে । কাজের বিভাজন ইতিমধ্যেই রয়েছে ৷"

শরদ পাওয়ার (82) মঙ্গলবার সবাইকে তাক লাগিয়ে দিয়ে ঘোষণা করেন যে, তিনি 1999 সাল থেকে যে এনসিপির প্রধানের পদে রয়েছে, তার থেকে তিনি পদত্যাগ করছেন ৷ 1999 সালে এই দল প্রতিষ্ঠা করেন তিনি ৷ তবে তিনি জনজীবন থেকে অবসর নিচ্ছেন না বলে জানিয়ে দেন । একটি ইভেন্টে তাঁর এই ঘোষণা 24 বছর বয়সি দলের নেতা ও কর্মীদের স্তব্ধ করে দিয়েছিল এবং অনেককে কাঁদতে দেখা গিয়েছে ৷ এই শক্তিশালী নেতাকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করতে দেখা গিয়েছে দলীয় কর্মীদের ।

আরও পড়ুন:পদত্যাগের সিদ্ধান্তে অনড় থাকবেন শরদ ? তুঙ্গে তরজা

ABOUT THE AUTHOR

...view details