মুম্বই, 3 মে:শরদ পাওয়ার এনসিপি সভাপতি পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করায় পরবর্তী সভাপতি কে হবেন তা নিয়ে বুধবার দিনভর আলোচনা করলেন দলের শীর্ষ নেতারা ৷ এনসিপি নেতা ছগন ভুজবল বলেছেন, পাওয়ারের কন্যা তথা লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলে "জাতীয় ভূমিকা" পালনের জন্য আদর্শ ৷
বুধবার সকাল থেকেই শরদ পাওয়ারের সিলভার ওক বাসভবনে ভিড় শুরু করেন দলের শীর্ষ নেতারা । ভিড় বাড়তে থাকলে বৈঠকটি ওয়াইবি চ্যবন কেন্দ্রে স্থানান্তরিত হয় । প্রফুল প্যাটেল এবং সুপ্রিয়া সুলে এই পদের জন্য শীর্ষ প্রতিদ্বন্দ্বী, যদিও প্যাটেল বলেন যে, তিনি এই পদে আগ্রহী নন ৷ ফলে সুপ্রিয়া সুলেই নেতৃত্বে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে ৷ প্যাটেল বলেন, "আমি সভাপতির দায়িত্ব নিতে প্রস্তুত নই । আমি সভাপতি পদে আগ্রহী নই ।"
এই খবরটি এই গুজবেরও অবসান ঘটায় যে, শরদ পাওয়ারের ভাগ্নে অজিত পাওয়ার এই পদের জন্য এগিয়ে রয়েছেন । পুনের একজন এনসিপি কর্মী রক্ত দিয়ে একটি চিঠি লিখেছেন ৷ শরদ পাওয়ারকে তাঁর সিদ্ধান্ত প্রত্যাহার করার এবং তাঁকে ও অন্যান্য দলের কর্মীদের "অনাথ" না করার জন্য আবেদন করেন ওই কর্মী । মুম্বইয়ের যশবন্তরাও চ্যবন কেন্দ্রে যেখানে এনসিপি নেতারা আনুষ্ঠানিকভাবে আলোচনা করছিলেন সেখানে আজ উপস্থিত ছিলেন শরদ পাওয়ার, কিন্তু তিনি বৈঠকে যোগ দেননি ।