দিল্লি, 11 ফেব্রুয়ারি : গুলাম নবি আজাদের বিকল্প খুঁজে বের করাটাই এখন সবথেকে বড় চ্য়ালেঞ্জ কংগ্রেসের ৷ আগামী 15 ফেব্রুয়ারি রাজ্য়সভায় মেয়াদ শেষ হচ্ছে কংগ্রেস সাংসদ তথা সংসদের উচ্চকক্ষের বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের ৷ প্রশ্ন হল, তাঁর জায়গায় রাজ্যসভায় বিরোধী দলনেতার দায়িত্ব সামলাবেন কে ? আপাতত তারই উত্তর খুঁজছে কংগ্রেস নেতৃত্ব৷
সূত্রের খবর, গুলাম নবির সম্ভাব্য় উত্তরসূরিদের তালিকায় নাম রয়েছে অনেকেরই ৷ দৌড়ে রয়েছেন মল্লিকার্জুন খাড়গে, আনন্দ শর্মা, দিগ্বিজয় সিং, পি চিদম্বরমের মতো হেভিওয়েটরা ৷ কংগ্রেস সূত্রে খবর, দল এমন একজনকে রাজ্য়সভায় নেতা হিসাবে চাইছে, যিনি অভিজ্ঞ হবেন ৷ অভিজ্ঞতাকে পাথেয় করেই যিনি রাজ্যসভায় বিরোধীদের হয়ে জোরদার আওয়াজ তুলবেন ৷
এই হিসাব ধরলে আনন্দ শর্মা যোগ্য়তমদের অন্যতম ৷ বর্তমানে রাজ্য়সভায় বিরোধী শিবিরের উপ-দলনেতার দায়িত্ব সামলাচ্ছেন তিনি ৷ গত ছ’বছর ধরে নিয়মিত অন্য়ান্য় বিরোধীদের সঙ্গে যোগাযোগও রয়েছে তাঁর ৷ কিন্তু সমস্য়া হল, সম্প্রতি দলের যে 23 জন নেতা কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে চিঠি লিখেছিলেন, তাঁদের মধ্যে আনন্দ শর্মা অন্য়তম ৷ তাঁদের দাবি ছিল, কংগ্রেসের সাংগঠনিক সংস্কার ৷ আনন্দের এই পদক্ষেপ তাঁর বিরোধী দলনেতা হওয়ার পথে কাঁটা হতে পারে ৷