জেনেভা, 13 জুলাই: করোনার হাত থেকে সম্পূর্ণ মুক্তি পেতে আরও বহুদিন অপেক্ষা করতে হবে পৃথিবীকে ৷ অতিমারী শেষ হয়ে গিয়েছে এমনটা ভাবার সময় এখনও আসেনি বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ জানা গিয়েছে, গত দু'সপ্তাহে গোটা বিশ্বে সংক্রমণ বেড়েছে প্রায় 30 শতাংশ (COVID 19 is not ending any time soon) ৷ পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ পরিস্থিতি নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডস অ্যাডনাম গ্রেবেসিয়াস ৷ তিনি বলেন, 'নতুন করে সংক্রমণ বাড়ায় বিভিন্ন দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ তৈরি হচ্ছে ৷ এটা অবশ্যই উদ্বেগের বিষয় ৷ তাছাড়া বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷'
নতুন করে কেন করোনার সংক্রমণ বাড়ছে তার ব্যাখ্যাও দিয়েছে 'হু'৷ সংস্থার এগজিকিউটিঊভ ডিরেক্টর মাইকেল রায়ান মনে করেন ওমিক্রনের দুটি নতুন রূপ (বি এ 4 এবং বি এ 5) করোনার সংক্রমণ বাড়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে ৷