নয়াদিল্লি, 18 ডিসেম্বর : ভারতীয় সংস্থা সেরাম ইনস্টিটিউটে তৈরি করোনার ভ্যাকসিন কোভোভ্যাক্সকে জরুরি ক্ষেত্রে ব্যবহারে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) (Emergency Approval for Serum Institute Made COVOVAX) ৷ মার্কিন সংস্থা নোভাভ্যাক্সের লাইসেন্স ব্য়বহার করে এই ভ্যাকসিন তৈরি করেছে সেরাম ইনস্টিটিউট ৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা ৷ যেখানে তিনি উল্লেখ করেছেন, কোভিড-19’র বিরুদ্ধে লড়াইয়ে আরও একটি মাইলস্টোন ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এ নিয়ে গতকাল একটি টুইট করা হয় ৷ যেখানে বলা হয়েছে, ‘‘জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য কোভোভ্যাক্সকে ছাড়পত্র দিচ্ছে হু (WHO) ৷ করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনুমোদিত ভ্যাকসিনের তালিকাকে প্রসারিত করা হল ৷ নোভাভ্যাক্স সংস্থার লাইসেন্সের এই ভ্যাকসিন তৈরি করেছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (Emergency Approval for Serum Institute Novavax Made Covid 19 Vaccine COVOVAX) ৷’’