পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gangster Yogesh Kadian: 19 বছরেই অস্ত্র ব্যবহারে পারদর্শী, যোগেশের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি ইন্টারপোলের - যোগেশ কাদিয়ান

বয়স মাত্র 19 বছর তিনি মাস ৷ সেই ছেলেকেই ধরতে রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল ৷ কে এই গ্যাংস্টার যোগেশ কাদিয়ান ? জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন ৷

Etv Bharat
গ্যাংস্টার যোগেশ কাদিয়ান

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 10:40 PM IST

ঝাজ্জার (হরিয়ানা), 27 অক্টোবর: বিদেশের মাটিতে অপরাধ চালানোর সঙ্গে সম্পর্কযুক্ত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা এনআইএ-র ৷ হরিয়ানা-সহ গোটা দেশের ভয়ঙ্কর অপরাধীদের বিরুদ্ধে ক্রমাগত ব্যবস্থা নিচ্ছে ৷ ইতিমধ্যেই অনেক অপরাধী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে ৷ তাদের মধ্যে একজন হল 19 বছর বয়সি যোগেশ কাদিয়ান ৷ এই যোগেশের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল ৷

কে এই গ্যাংস্টার যোগেশ ?

হরিয়ানার ঝাজ্জার জেলার বেরির বাসিন্দা যোগেশ কাদিয়ান ৷ ইন্টারপোলের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, তার বয়স 19 বছর তিন মাস ৷ এই অল্প বয়সেই তার বিরুদ্ধে অনেক গুরুতর মামলা রেকর্ড করা হয়েছে ৷ অপরাধমূলক ষড়যন্ত্র, খুনের চেষ্টা ও বেআইনি অস্ত্র রাখার মতো গুরুতর ধারায় মামলা রয়েছে যোগেশের বিরুদ্ধে ৷ সে অত্যাধুনিক অস্ত্র ব্যবহারে পারদর্শী বলে জানা গিয়েছে ৷

যোগেশ কাদিয়ান রোহতকের বাসিন্দা গ্যাংস্টার হিমাংশু ভাউয়ের বন্ধু ৷ এই হিমাংশুর বয়স 20 বছর ৷ তার বিরুদ্ধে 17টিরও বেশি মামলা রয়েছে ৷ হিমাংশুর আস্তানায় একাধিকবার হানা দিয়েছে এনআইএ ৷ বর্তমানে সেও জাল পাসপোর্ট বানিয়ে বিদেশ চলে গিয়েছে ৷ মনে করা হচ্ছে যে, হিমাংশু ও যোগেশ একসঙ্গেই রয়েছে ৷

হিমাংশু ভাউ কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের প্রতিদ্বন্দ্বী বামবিহা ও দিল্লির দাউদ নামে পরিচিত কুখ্যাত নীরজ বাওয়ান গ্যাংয়ের সঙ্গে জড়িত বলে সন্দেহ এনআইএর ৷ যোগেশ অনেক গ্যাংওয়ার ঘটনায় জড়িত বলে জানা গিয়েছে ৷ পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যায় লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের নাম সামনে আসার পর, বামবিহা গ্যাং তাকে হত্যার হুমকি দিয়েছে । সিধু মুসেওয়ালা হত্যার প্রধান অভিযুক্ত গোল্ডি ব্রারও বিদেশে বসে তার নেটওয়ার্ক চালাচ্ছে । এখন বামবিহা গ্যাংয়ের অনেক অপরাধী বিদেশে পালাচ্ছে, তাই এটা কোনও বড় ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে মনে করছে এনআইএ ।

আরও পড়ুন : অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকাকে খুন, গ্রেফতার যুবক

ABOUT THE AUTHOR

...view details