পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রথমবার ভোটে জিতেই মরুরাজ্যের মসনদে, জেনে নিন কে এই ভজন লাল শর্মা - ভজন লাল শর্মা

Bhajan Lal Sharma: রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ভজন লাল শর্মা ৷ মঙ্গলবার এই ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে ৷ কে এই ভজন লাল শর্মা, জেনে নিন এই প্রতিবেদনে ৷

Bhajan Lal Sharma
Bhajan Lal Sharma

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 7:50 PM IST

Updated : Dec 12, 2023, 8:39 PM IST

জয়পুর, 12 ডিসেম্বর: চলতি মাসের তিন তারিখ প্রকাশিত হয় রাজস্থানের বিধানসভা নির্বাচনের ফলাফল ৷ তার পর কেটে গিয়েছে ন’দিন ৷ অবশেষে মঙ্গলবার ঘোষণা করা হল ওই রাজ্য়ের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ৷ মরুরাজ্য়ের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে যাঁদের নাম শোনা যাচ্ছিল, সেই তালিকায় ছিল না প্রথমবারের বিধায়ক ভজন লাল শর্মার নাম ৷ ফলে এ দিন বিকেল চারটে নাগাদ বিজেপির তরফে যখন সংনেরের বিধায়কের নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হল, তখন চমকে গিয়েছেন সকলেই ৷

রাজস্থানের সঙ্গে একই দিনে বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছে ছত্তীশগড় ও মধ্যপ্রদেশে ৷ সেখানেও মুখ্য়মন্ত্রী বাছাইয়ে চমক দিয়েছে গেরুয়া শিবির ৷ সেই চমক রাজস্থানেও অব্যাহত রাখল মোদি-শাহের দল ৷ আর সেই বিস্ময়ের রেশ কাটার আগেই বিভিন্ন মহলে শুরু হয়ে গিয়েছে ভজন লাল শর্মাকে নিয়ে চর্চা ৷ প্রত্যেকেই জানতে উৎসুক কে তিনি ?

রাজস্থানের ভরতপুরের বাসিন্দা ভজন লাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত কৈশোর থেকেই ৷ পরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি-র হয়ে ছাত্র রাজনীতিও করেছেন ৷ রাজস্থান বিজেপিতে বর্তমানে তিনি একজন সাধারণ সম্পাদক ৷ সংগঠনে তিনি লো-প্রোফাইল নেতা হিসেবেই পরিচিত ৷ কিন্তু দীর্ঘদিন তিনি বিজেপির সংগঠনের সঙ্গে যুক্ত ৷ রাজস্থানে সবচেয়ে বেশি সময় সাধারণ সম্পাদক হিসেবে থেকে তিনি নজির গড়েছেন ৷

সংগঠনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই এবার সংনের থেকে তাঁকে প্রার্থী করে বিজেপি ৷ প্রচারে কংগ্রেস তাঁকে বহিরাগত বলে কটাক্ষ করে ৷ কিন্তু তার পরও কংগ্রেসের পুষ্পেন্দ্র ভরদ্বাজকে প্রায় 48 হাজার ভোটে তিনি হারিয়ে দেন ৷ তিনি নিজে ভোট পেয়েছেন 1 লক্ষ 45 হাজার 162 ৷ এর আগে 2008 সালে একবার নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়েছিলেন তিনি ৷ সেবার অবশ্য জিততে পারেননি ৷ ভজন লাল শর্মা 1993 সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ করেন ৷ মনোনয়নপত্র দেওয়ার সময় হলফনামায় তিনি জানিয়েছিলেন যে তাঁর সম্পত্তির পরিমাণ 1.46 কোটি টাকা ৷ এছাড়া তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে ৷

সংগঠন থেকে এবার ভজন লালকে প্রশাসনে গুরুদায়িত্ব দিল বিজেপি ৷ একেবারে রাজ্য সামলানোর ভার ৷ তাঁর মতো একজন ‘অচেনা’ মুখের কেন ভরসা রাখল বিজেপি, উঠছে প্রশ্ন ৷ কারও কারও খুব পরিকল্পনা করেই এই পদক্ষেপ করেছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব ৷ একদিকে আরএএস ঘনিষ্ঠ একজনকে দায়িত্ব দেওয়া গেল ৷

আর দ্বিতীয়ত ছত্তীশগড়ে আদিবাসী ও মধ্যপ্রদেশে ওবিসি নেতাকে মুখ্যমন্ত্রী করেছে বিজেপি ৷ রাজস্থানে একজন ব্রাহ্মণকে সেই দায়িত্ব জাতপাতের রাজনীতির সমীকরণে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করল গেরুয়া শিবির ৷ রাজস্থানে ব্রাহ্মণ ভোটের সংখ্যা সাত শতাংশ ৷

রাজস্থানে বিজেপির হেভিওয়েট নেতা সংখ্যা কম নয় ৷ কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, গজেন্দ্র সিং শেখাওয়াত, অশ্বিনী বৈষ্ণব, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, দিয়া কুমারী, রাজ্যবর্ধন সিং রাঠোর ও বাবা বালকনাথ-সহ একাধিক সিনিয়র নেতা রয়েছেন ৷ এঁদের অনেকেই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন ৷ কিন্তু শেষ পর্যন্ত দৌড়ে না থাকায় ‘প্রথম পুরস্কার’ জিতে নিলেন ভজন লাল শর্মা, নির্বাচনী প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যাঁর একটি কথোপকথনের দৃশ্য ভাইরাল হয়েছিল ৷

এ দিন রাজস্থানে বিজেপির পরিষদীয় দলের বৈঠক হয় ৷ সেই বৈঠকে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ এছাড়াও ছিলেন বিজেপির দুই কেন্দ্রীয় নেতা বিনোদ তাওড়ে ও সরোজ পান্ডে ৷ সেই বৈঠকের পর ফোটো-সেশন হয় ৷ সেখানে সমস্ত বিধায়করা একসঙ্গে ছবি তোলেন ৷ সেই ছবি তোলার সময় ভজন লাল একেবারে শেষের সারিতে ছিলেন ৷ আর রাজনাথের পাশে ছিলেন বসুন্ধরা ৷ পরে বসুন্ধরাই ভজন লাল শর্মার নাম মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাব করেন ৷ তার পর সব বিধায়ক সেই প্রস্তাব সমর্থন করেন ৷

আরও পড়ুন:

  1. রাজস্থানেও নতুন মুখে ভরসা বিজেপির, মুখ্যমন্ত্রী হচ্ছেন ভজনলাল শর্মা
  2. 'বিজেপি কর্মীদের উপর ভরসা করে, কংগ্রেসের শিক্ষা নেওয়া উচিত', বললেন মধ্যপ্রদেশের মোহন যাদব
  3. মধ্যপ্রদেশে নয়া মুখ্যমন্ত্রী! শিবরাজের 'লাডলি বহেনা'র দায়ভার সামলাবেন মোহন যাদব
Last Updated : Dec 12, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details