পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্বস্বাস্থ্য সংস্থা

ওই সংস্থার মহাসচিবের তরফে টুইটারের মাধ্যমে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে যে ভারতের পরিস্থিতি ভয়ঙ্কর ৷ আর এর থেকে বোঝা যাচ্ছে ঠিক কী কী করার ক্ষমতা রয়েছে এই ভাইরাসের ৷ তাই এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন ৷

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্বস্বাস্থ্য সংস্থা
ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্বস্বাস্থ্য সংস্থা

By

Published : Apr 23, 2021, 8:27 PM IST

কলকাতা, 23 এপ্রিল : করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের ধাক্কা লেগেছে ভারতে ৷ পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করেছে ৷ আর ভারতের এই পরিস্থিতি এবার উদ্বেগ প্রকাশ করা হল বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে ৷

ওই সংস্থার মহাসচিবের তরফে টুইটারের মাধ্যমে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে যে ভারতের পরিস্থিতি ভয়ঙ্কর ৷ আর এর থেকে বোঝা যাচ্ছে ঠিক কী কী করার ক্ষমতা রয়েছে এই ভাইরাসের ৷ তাই এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন ৷

বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাসচিব টেড্রস অন্য একটি টুইটে ভারতে করোনার সংক্রমণে যাঁদের প্রাণ গিয়েছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ৷ আর এই সংকটের সময়ের ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন ৷

আর এই নিয়ে করা তৃতীয় টুইটটিতেই মূলত ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ একই সঙ্গে করোনার সংক্রমণ ঠেকাতে ভারত সরকার যে পদক্ষেপ করছে, তার প্রশংসা করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা ৷

আরও পড়ুন :কোভিশিল্ডের আরও 5 লাখ ডোজ় রাজ্যে

ABOUT THE AUTHOR

...view details