কলকাতা, 23 এপ্রিল : করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের ধাক্কা লেগেছে ভারতে ৷ পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করেছে ৷ আর ভারতের এই পরিস্থিতি এবার উদ্বেগ প্রকাশ করা হল বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে ৷
ওই সংস্থার মহাসচিবের তরফে টুইটারের মাধ্যমে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে যে ভারতের পরিস্থিতি ভয়ঙ্কর ৷ আর এর থেকে বোঝা যাচ্ছে ঠিক কী কী করার ক্ষমতা রয়েছে এই ভাইরাসের ৷ তাই এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন ৷