ওয়াশিংটন, 8 জুন: চলতি মাসেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাঁর ঠিক কী কী বিষয়ে আলোচনা হতে পারে, তার ইঙ্গিত মিলল বুধবার ৷ হোয়াইট হাউজের তরফে জানানো হয়েছে, দুই রাষ্ট্রনেতার বৈঠকে ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে আলোচনা বিশেষ গুরুত্ব পাবে ৷ তাছাড়া দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত অংশীদারিত্ব-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে ৷
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদির এই সফর ৷ আগামী 21 জুন তিনদিনের সফরে তাঁর ওই দেশে পৌঁছানোর কথা ৷ এই সফরে তাঁকে হোয়াইট হাউজে বিশেষ ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন সস্ত্রীক বাইডেন ৷ 22 জুন দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক ৷ তাছাড়া মার্কিন কংগ্রেসেও তিনি ভাষণ দেবেন ৷ তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি দু’বার মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন ৷
বুধবার এই সফর নিয়েই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন হোয়াইট হাউজের প্রেস সচিব কারিন জিন পেরি ৷ তাঁর কাছে জানতে চাওয়া হয়, মোদি ও বাইডেনের মধ্যে আলোচনায় কি প্রতিরক্ষা ক্ষেত্রই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ? উত্তরে পেরি বলেন, ‘‘প্রধানমন্ত্রী (মোদি) এবং প্রেসিডেন্ট (বাইডেন) আমাদের দুই দেশকে শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করবেন ৷ ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে উন্মুক্ত, সমৃদ্ধশালী ও সুরক্ষিত করার বিষয়ে আলোচনা হবে ৷ প্রতিরক্ষা-সহ আমাদের কৌশলগত প্রযুক্তিভিত্তিক অংশীদারিত্বকে উন্নত করার জন্য যৌথ সংকল্প নেবেন তাঁরা ৷’’